দুবাইতে ভারতকে দুইবার হারিয়েছি, তৃতীয়বার হারাতে চাই: রউফ

ছবি: বোলিং অনুশীলনে হারিস রউফ, ফাইল ফটো

ভারতের বিপক্ষে আসন্ন এই ম্যাচটি পাকিস্তানের জন্য রীতিমতো 'ডু অর ডাই'। কেননা এই ম্যাচে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির আগে অবশ্য অতীত ইতিহাস ভেবে প্রেরণা পাচ্ছে পাকিস্তান।
হারিসকে নিয়ে সুখবর দিলেন রিজওয়ান
১৮ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটবার পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এর মধ্যে তিনবারই জিতেছে পাকিস্তান, দুটিতে ভারত। অতীত রেকর্ড ও ইতিহাস অবশ্য এমনিতেই পাকিস্তানের পক্ষে। যদিও দুবাইয়ের মাটিতে খেলা হওয়ার রেকর্ডেও এগিয়ে আছে পাকিস্তান।
দুবাইতে দুইবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে দশ উইকেটের বড় ব্যবধানে হারায় বাবর আজমের দল। এরপর ২০২২ এশিয়া কাপ সুপার ফোর পর্বে পাঁচ উইকেটের ব্যবধানে জিতে পাকিস্তান।

এসব পরিসংখ্যান মাথায় রেখে রউফ বলেন, ‘আমরা দুবাইয়ে ইতোমধ্যে দুইবার ভারতকে হারিয়েছি এবং এবার সেটিকে তিনে পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবো। আমরা আত্মবিশ্বাসী এবং দারুণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত।’
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১ ঘন্টা আগে
‘যা হয়ে গেছে তা অতীত। আমরা এখন শুধু ভারত ম্যাচের ওপর মনোযোগ দিচ্ছি। ভুলগুলো সংশোধন করছি এবং নিশ্চিত করছি যে, আমরা সেগুলো পুনরাবৃত্তি করবো না। এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে।’
তবে ভারতের বিপক্ষে লড়াই যে সহজ হবে না সেটিও মানছেন রউফ। এ কারণে ভারতের প্রত্যেক ব্যাটারকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করছে পাকিস্তান। তিন বিভাগেই সমান গুরুত্বের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
রউফ আরও বলেন, ‘সকল খেলোয়াড় উচ্ছ্বসিত। আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং– প্রতিটি বিভাগেই আমাদের সেরাটা উজাড় করে দেবো। কোনো অতিরিক্ত চাপ নেই; আমরা এটি শুধুমাত্র আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি। আমরা উইকেট পর্যবেক্ষণ করব এবং প্রতিটি ব্যাটারকে লক্ষ্য করে পরিকল্পনা করব।’