promotional_ad

চ্যাম্পিয়ন ট্রফিতে জয়ী দল পাবে ২৭ কোটি টাকা

গত আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাকিস্তান, ফাইল ফটো
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই মহাযজ্ঞের পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন। এরই মাঝে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠানটি।

promotional_ad

অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে রয়েছে বড় ধরনের চমক। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠেয় এবারের এই আসরে বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ কোটি ছয় লাখ টাকার বেশি।


আরো পড়ুন

আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক

১ ঘন্টা আগে
শিরোপা জয়ের পর হার্দিক, আইসিসি

আসরের রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। বাংলাদেশ মুদ্রায় যা ১৩ কোটি টাকার কাছাকাছি। ফাইনালে উঠতে না পারা বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি সাড়ে ৬ কোটির টাকারও বেশি।



promotional_ad

এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৮ দলের এই টুর্নামেন্টে ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

১ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

অংশগ্রহণকারী প্রতিটি দল এমনিতেই পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার। সুদীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বড় কোনো আইসিসি টুর্নামেন্ট। ভারতের চাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান।



এবারের আসরের মোট প্রাইজমানি হচ্ছে ৬.৯ মিলিয়ন ডলারের। ২০১৭ সালের চ্যাম্পিয়স ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান- নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। বাংলাদেশ মাঠে নামবে পরদিনই, প্রতিপক্ষ ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball