চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফ্রিদিসহ ৩ পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তি

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাহীন আফ্রিদিসহ ৩ পাকিস্তানি ক্রিকেটারকে শাস্তি, ফাইল ফটো

ত্রিদেশীয় সিরিজে বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে আচরণবিধি ভাঙেন আফ্রিদি, শাকিল এবং কামরান। এই কারণে আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শাকিল ও কামরানকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা
২৮ ফেব্রুয়ারি ২৫
শুধু তাই নয়, একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তাদের প্রত্যেকেরই নামের পাশে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে প্রত্যেকেই তাদের অপরাধের কথা স্বীকার করেছেন, যার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচের ২৮তম ওভারের ঘটনা। সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিজকে। ইচ্ছাকৃতভাবে তখন সাউথ আফ্রিকার এই ব্যাটারকে বাধা দেন বোলার আফ্রিদি। এতে দুইজনের শরীরে ধাক্কা লাগলে তারা পরস্পরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৫ ঘন্টা আগে
এরপরের ওভারেই শাকিল ও কামরান আচরণবিধি লঙ্ঘন করেন। টেম্বা বাভুমাকে রানআউট করার পর তার অনেক কাছে গিয়ে বুনো উল্লাসে মাতেন শাকিল ও বদলি ফিল্ডার কামরান। তাদের সেখান থেকে সরিয়ে নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
এই ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়ে পাকিস্তান। সাউথ আফ্রিকার দেয়া ৩৫৩ রানের লক্ষ্য রিজওয়ান এবং সালমানের সেঞ্চুরি এবং রেকর্ডগড়া জুটিতে ছয় উইকেটে জিতে যায় পাকিস্তান। ফলে আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।