চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তান দলে ফিরতে চান ফখর
ছবি: সুইপ শট খেলার পথে ফখর জামান, ফাইল ফটো
পাকিস্তান দল থেকে ফখরের বাদ পড়াকে ফিটনেসকেই বড় কারণ হিসেবে ধরা হয়। গত মাসে পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছিল। এরপর বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানোয় পিসিবির সমালোচনা করেছিলেন ফখর। এরপর পিসিবি তাকে শোকজ নোটিশও পাঠায়।
নোটিশের জবাবে সন্তুষ্ট হতে পারেননি পিসিবি। এ কারণেই তাকে চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। অবশ্য সম্প্রতি ব্যাট হাতে ভালোই করছিলেন ফখর। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
এদিকে কিছুদিন আগে পাকিস্তান দলের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আকিব জাভেদ। এই কোচও দলে চান ফখরকে। তার মতে, পাকিস্তানের হয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি ফখরের। এবার ফখর নিজেই জানিয়েছেন এমনটা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি এই টপ অর্ডার ব্যাটার বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে যাই, যা মানুষ জানে না। আমার মেডিক্যাল কন্ডিশনের কারণে আমি দলের অংশ ছিলাম না। এখন আমি শতভাগ ফিট। আমি পাকিস্তানের হয়ে খেলব।'
এর আগে গণমাধ্যমের আকিব জাভেদ বলেছিলেন, ‘ফখর জামান একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। সে অনেক বছর ধরে পাকিস্তানের হয়ে পারফর্ম করছে। এই মুহূর্তে ফিটনেস–জাতীয় কিছু সমস্যায় ভুগছে। তবে ফিটনেস ফিরে পেলেই নির্বাচক কমিটি তাকে দলে নেয়ার ব্যাপারটি পুনর্বিবেচনা করে দেখবে।’
আকিবের সঙ্গে ফখরের সম্পর্কটা বেশ পুরোনো। লম্বা সময় ধরে লাহোর কালান্দার্সে খেলছেন পাকিস্তানি এই ব্যাটার। সেই দলটির পরিচালক ও পেস বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন আকিব। এবার পরিচিত এই কোচ জাতীয় দলে ফেরায় ফখরের জাতীয় দলে ফেরার সম্ভাবনার পালেও নতুন হাওয়া যোগ হয়েছে।