শেহওয়াগদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ভারতীয় তারকা

ফ্র্যাঞ্চাইজি লিগ · আই পি এল
শেহওয়াগদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ভারতীয় তারকা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

গেলো ফেব্রুয়ারিতে আইপিএল নিলামের শেষ মুহূর্তে ক্রিস গেইলকে দলে ভিড়িয়ে রীতিমত ক্রিকেট বোদ্ধাদের চমক লাগিয়ে দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। 

বলিউড সুন্দরী আবারো সেই রকম নতুন চমক নিয়ে এসেছেন তার দলের জন্য। তবে এবার কোন ব্যাটসম্যান বা বোলার নয়, কিংস ইলেভেন পাঞ্জাব দলে ভেড়াতে যাচ্ছে নতুন বোলিং কোচ।

ভারতীয় মিডিয়ার জোর গুঞ্জন, ২০১৮ সালের আইপিএলে পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে যাচ্ছে ভারতের সাবেক তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদকে। 

তার নেতৃতেই বোলিংয়ে এবার ভরসা রাখতে চায় ২০১৪ সালের রানার্সআপ দলটি। তবে এই গুঞ্জন ওঠার কারণ হচ্ছে প্রসাদ এতদিন ভারতের জুনিয়র জাতীয় দলের নির্বাচন কমিটির সভাপতি ছিলেন। তবে গত শুক্রবারেই সেই পদ থেকে সরে এসেছেন তিনি।

আর এর পরেই পাঞ্জাবের কর্মকর্তাদের সঙ্গে দেখা যায় ভারতের সাবেক এই ডান হাতি তারকা পেসারকে। রঙ্গিন পোশাকে জাতীয় দলের জার্সিতে ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন ভেঙ্কটেশ।

মোট ১৬১ ম্যাচে ১৯৬টি উইকেট রয়েছে তার ঝুলিতে। আর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত। সেখানে মাত্র ৩৩ ম্যাচেই নিয়েছেন ৯৬টি উইকেট।


আরো পড়ুন: this topic