মুস্তাফিজের দলে খেলছেন যারা

ছবি:

আইপিএল-১১ এর নিলামে বাংলাদেশী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রতি একটুও আগ্রহ দেখায়নি মুস্তাফিজের পুরানো দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বরঞ্চ তাকে অল্প দামেই কিনে নিয়েছে নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৮ সালের মৌসুমে আইপিএল খেলে দুই কোটি বিশ লাখ রুপি পাবেন ত্রিদেশীয় সিরিজে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়া মুস্তাফিজুর রহমান।
আগে ডেভিড ওয়ার্নারের অধীনে খেললেও এবারের আসরে নতুন দলে ভারতীয় ওপেনার রোহিত শর্মার অধীনে খেলবেন তিনি। সেখানে তার বোলিং সঙ্গী হচ্ছেন তার মতোই আরেক বিস্ময় বালক জাসপ্রিত বুমরাহ।

এছাড়া প্যাট কামিন্সও আছেন এই দলে। কাইরন পোলার্ড, এভিন লুইস, বেন কাটিং, জেপি ডুমিনি, জেসন বেহরেনডফের মতো আন্তর্জাতিক মানের তারকারাও থাকছেন মুস্তাফিজের ডাগ-আউটে।
এছাড়া কোচ হিসেবে থাকছেন লঙ্কান কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। তবে ভালো মানের কয়েকজন আন্তর্জাতিক তারকার পাশাপাশি রোহিত শর্মা, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়াদের মতো কয়েকজন ভারতীয় থাকছে 'দ্যা ফিজের' দলে।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, সুরিয়াকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিষাণ, রাহুল চাহার, এভিন লুইস, সৌরভ তিওয়ারি, বেন কাটিং, প্রদীপ স্যাংওয়ান, জেপি ডুমিনি, জেসন বেহরেনডফ, তাজিন্দার সিং, শারদ লুম্বা, সিদেশ ল্যাড, তারে, মায়াঙ্ক মারকান্ডে, আকিলা ধনঞ্জয়া, অনুকূল রায়, মহসিন খান, এমডি নিধেশ।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ