আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কোহলি

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্মলগ্ন থেকেই শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর এতেই আইপিএল ইতিহাসে বিরল একটি রেকর্ড গড়েছেন তিনি।
এমনকি ২০১৬ সালে কোহলি ঘোষণা দিয়েছিলেন যে আইপিএলে শুধুমাত্র আরসিবির হয়েই খেলতে চান তিনি। আর তাকে আইপিএল ইতিহাসের সবচাইতে দামী ক্রিকেটার বানিয়ে যেন সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
উল্লেখ্য, এবারের আইপিএলের ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে। আর এই সুযোগে আরসিবি কোহলিকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছে।

আর ১৭ কোটি রুপি পাওয়ায় আইপিএলের ইতিহাসের সবচাইতে দামী ক্রিকেটারে পরিণত হয়েছেন ভারতীয় অধিনায়ক। এর আগে ২০১৫ সালের আইপিএলে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং কে ১৬ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
এবার সেই রেকর্ডটিও নিজের দখলে আনলেন কোহলি। এদিকে কোহলি ছাড়াও দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও ভারতীয় লেগস্পিনার সরফরাজ খানকে ধরে রেখেছে আরসিবি।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকেই আরসিবির অধিনায়ক হিসেবে আছেন কোহলি। দলের হয়ে শিরোপা না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরই এগিয়ে ছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে ১৪৯ ম্যাচে ৪৪১৮ রান করেছেন কোহলি।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ