বিপিএলেও পেসারদের পথপ্রদর্শক মাশরাফি

ছবি:

বিপিএল-৫ এর ফাইনালের একটি দল নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই। প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে পা রেখেছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।
আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভিক্টোরিয়ান্সদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। আর এই ম্যাচের জয়ী দলই ১২ তারিখে ফাইনালে মুখোমুখি হবে ঢাকার।
হাইভোল্টেজ এই ম্যাচের আগে অনন্য একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রাইডার্স দলপতি মাশরাফি। এখন পর্যন্ত বিপিএলে মোট ৫৮টি ম্যাচ খেলে ৪৯টি উইকেট শিকার করেছেন ম্যাশ।
আর মাত্র একটি উইকেট পেলেই বিপিএল ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করার মাইলফলক স্পর্শ করবেন নড়াইল এক্সপ্রেস। শুধু তাই নয়, বাংলাদেশিদের মধ্যে তৃতীয় বোলার বোলার হিসেবে উইকেটের অর্ধশতক পূর্ণ করবেন ম্যাশ।

এছাড়াও দ্বিতীয় পেসার হিসেবে ৫০ উইকেটের এই এলিট ক্লাবেও নাম লেখাতে পারবেন তিনি। আর বাংলাদেশিদের মধ্যে প্রথম পেসার হিসেবে এই রেকর্ড গড়বেন তিনি।
অবশ্য শুধু বিপিএলেই নয়, আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারি পেসার মাশরাফি। এখন পর্যন্ত ১৮২ ম্যাচে ২৩২ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে টি টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ৪২ উইকেট তাঁর।
এদিকে এর আগে বিপিএলে সর্বপ্রথম এই মাইলফলকে পা রেখেছিলেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। কুপারের পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন এই তালিকার দ্বিতীয়তে।
এরপর তৃতীয় এবং চতুর্থতে যথাক্রমে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী ও খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। বিপিএলের চলতি আসরেই ৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন তারা।