শাস্তির মুখে তামিম

ছবি:

স্লো ওভার রেটের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল এবং দলের বাকি ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হচ্ছে।বুধবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে সময়মত ইনিংস শেষ করতে না পারায় অধিনায়ক তামিমকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ ও দলের বাকি ক্রিকেটারদের ২০ শতাংশ জরিমানা করা হয়।
আর এই বিষয়টি ইতিমধ্যে একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো কুমিল্লা এবং ঢাকা।

সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নেমে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার বেশি বল করে কুমিল্লা। ফলে স্লো ওভার রেটের কারণে তামিম এবং দলের বাকি ক্রিকেটারদের জরিমানা করা হয়।
এদিকে স্লো ওভার রেটের অভিযোগ তামিম মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে তামিম ছাড়াও চলমান বিপিএল আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনকেও।
এই তালিকায় আছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।