ইচ্ছাকৃত ভুল হলে কঠিন শাস্তি পাবেন আম্পায়াররা

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
ইচ্ছাকৃত ভুল হলে কঠিন শাস্তি পাবেন আম্পায়াররা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্স বিপক্ষে ১৬তম ওভারে বল করতে এসেছিলেন সিলেট সিক্সার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। কিন্তু সেই ওভারে ৬ টি বল সঠিকভাবে করলেও ওভার শেষের ঘোষণা দেননি মাঠে দায়িত্বরত আম্পায়ার মাহফুজুর রহমান ও রেনমোরে মার্টিনেজ।

পরবর্তীতে একটি অতিরিক্ত বল করে ওভার সমাপ্ত করেন রাব্বি। ম্যাচ শেষেই এই বিষয় নিয়ে আম্পায়ারদের সাথে কথা বলেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। এরপর সিলেট সিক্সার্সের পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। 

এই ঘটনার পরেই সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।  ইতিমধ্যে অবশ্য এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।    

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে মল্লিক জানান দোষী সাব্যস্ত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে আম্পায়ারদের। পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও পরবর্তীতে সতর্ক থাকা হবে বলে জানান মল্লিক। তিনি বলেন, 

'আমরা সিলেট সিক্সার্সের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি তদন্ত করব। আম্পায়ার যদি এটি ইচ্ছাকৃতভাবে করে থাকেন, তাহলে অবশ্যই কঠিন শাস্তি পাবেন। আর তা না হলেও আমরা এমন কিছু করবো, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। দোষী হলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি। অনিচ্ছাকৃত ভুলের জন্যও ছোট কোনো শাস্তি হতে পারে। সেটি আমরা পরে বিবেচনা করব।'

তবে মল্লিক শাস্তির কথা উল্লেখ করলেও আদতে তা কতটা কার্যকর হবে সেটাই দেখা বিষয়। কেননা নাম প্রকাশে অনিচ্ছুক এক ম্যাচ রেফারি জানিয়েছেন মাঠে আম্পায়াররা যা সিদ্ধান্ত নিবেন সেটিই সাধারণত চূড়ান্ত বলে গণ্য হয়।

আর ভুল সিদ্ধান্ত হলে সেক্ষেত্রে কি ধরণের শাস্তি হতে পারে সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে খুব একটা কঠিন শাস্তির বিধান যে এক্ষেত্রে নেই সেটি তাঁর কথাতেই পরিষ্কার বোঝা গেল। সেই ম্যাচ রেফারি বলেছেন,  

'মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে বলার মতো কিছু থাকে না। আর এমন ভুলে কোনো ধরনের শাস্তি হতে পারে তা উল্লেখ নেই। তবে আম্পায়ার্স কমিটি চাইলে শাস্তি দিতে পারে। আম্পায়ারকে সাময়িক নিষিদ্ধও করা যেতে পারে। অথবা দীর্ঘ মেয়াদেও তাকে নিষিদ্ধ করা যায়।'

ছবি- বাংলা নিউজ ২৪

আরো পড়ুন: this topic