আবারো মুস্তাফিজের ঝলক, জিতল দুবাই

আইএল টি–টোয়েন্টি
আবারো মুস্তাফিজের ঝলক, জিতল দুবাই
উইকেটের পর মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইএল টি–টোয়েন্টিতে দুর্দান্ত অভিষেকের পর আবারও নিজের সামর্থ্য দেখালেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে এবারও দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বড় ব্যবধানে জিতেছে তার দল দুবাই ক্যাপিটালস।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানে হারায় দুবাই। নড়বড়ে শুরু সামলে রভম্যান পাওয়েলের অপরাজিত ৯৬ ও জর্ডান কক্সের ৫২ রানের ইনিংসে তারা তোলে ১৮৬। জবাবে আবুধাবির ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।

মুস্তাফিজ বল হাতে ছিলেন আবারও দারুণ। তিন ওভারে ২২ রান দিয়ে নেন দুই উইকেট। এ দিন তিনি ১১টি ‘ডট’ বল করেন। তার সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংয়ে সমান দুই উইকেট পাওয়া ডেভিড উইলি ও মোহাম্মদ নবিও কার্যকর ভূমিকা রাখেন। সবচেয়ে সফল বোলার ছিলেন আফগান স্পিনার ওয়াকার সালামখিল। চার উইকেট যায় তার ঝুলিতে।

ম্যাচের শুরুতেই বল হাতে সুবিধা এনে দেন উইলি। প্রথম ওভারেই অ্যালেক্স হেলস ও আলিশান শারাফু ফিরে গেলে চাপ বাড়ে আবুধাবির উপর। পরের ওভারে এসে মুস্তাফিজ তৃতীয় উইকেট তুলে নেন। ডট বলের পর বাউন্ডারি খেললেও পরের ডেলিভারিতে উম্মুখ চাঁদকে ক্যাচে পরিণত করান তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেই কিছুটা ব্যয়বহুল শুরু করেন মুস্তাফিজ। ফিল সল্ট তার প্রথম দুই বলে ছক্কা ও চার মারেন। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বলগুলোতে নিয়ন্ত্রণ ফেরান তিনি এবং সল্টকে ফেরত পাঠান অফ কাটারের ফাঁদে ফেলেই। ওই ওভারে মাত্র একটি রান আসতে দেন শেষ দুই বলে।

এরপর আবুধাবি ব্যাটিংয়ে আর কেউই দাঁড়াতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। নবম উইকেট পড়ার পর মুস্তাফিজ আরেকটি ওভার করেন, যেখানে একটি বাউন্ডারিসহ ৭ রান দেন। পরের ওভারেই শেষ হয় ম্যাচ।

লিগের প্রথম দুই ম্যাচে হারার পর অবশেষে জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস। নিজেদের আগের ম্যাচে অভিষেকে ৪ ওভারে ২৬ রানে দুই উইকেট নেয়া মুস্তাফিজ ধারাবাহিকতাই ধরে রেখেছেন এই ম্যাচেও।

আরো পড়ুন: দুবাই ক্যাপিটালস