টানা তৃতীয়বার দ্য হান্ড্রেডের শিরোপা জিতল ওভাল ইনভিনসিবলস

টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের চ্যাম্পিয়ন্স ওভাল ইনভিনসিবলস, ফাইল ফটো
টানা তৃতীয়বারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিনসিবলস। তিনবারই তারা গ্রুপ পর্বের শীর্ষে থেকে সরাসরি লর্ডসের ফাইনালে উঠেছে এবং প্রতিবারই শিরোপা হাতে তুলেছেন অধিনায়ক স্যাম বিলিংস।

promotional_ad

আগের দুই ফাইনাল ছিল হাড্ডাহাড্ডি। তবে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এবারের ফাইনালে দলটি একচেটিয়া দাপট দেখিয়েছে। উইল জ্যাকস ও জর্ডান কক্স দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮৭ রান যোগ করেন, যা দলের ১৬৮ রানের ভিত গড়ে দেয়। পরে নাথান সোউটার প্রথম সাত বলেই তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন।


আরো পড়ুন

কোহলিকে ছাড়িয়ে মালিককে ছোঁয়ার অপেক্ষায় ওয়ার্নার

১২ আগস্ট ২৫
লন্ডনের জার্সিতে ওয়ার্নার

এই তিনজনই টুর্নামেন্ট শুরুর প্রথম মৌসুম থেকেই ইনভিনসিবলস দলে আছেন। অধিনায়ক স্যাম বিলিংস ও কোচ টম মুডিও আছেন শুরু থেকে। দলটি মূলত ধারাবাহিকতা এবং একই কোর স্কোয়াডের ওপর নির্ভর করে এসেছে।


টস হেরে আগে ব্যাটিং নেমে ১৬তম বলে তাওয়ান্দা মুয়েয়ের উইকেট হারায় ওভাল। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। তারপর জ্যাকস-কক্সের ব্যাটে এগিয়ে যায় ওভাল। ২৮ বলে ৪০ রান করে ফিরে যান কক্স।


promotional_ad



৪১ বলে ৭২ রান আসে জ্যাকসের ব্যাটে। দলীয় ১৪৮ রানের মধ্যে এই দুই ব্যাটার ফিরে গেলে তারপর আর সেভাবে রান বাড়েনি। স্যাম কারান ১০ বলে ১৫ করে ফিরলেও ডোনোভন ফেরেইরা ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন।


লক্ষ্য তাড়া করতে নামা রকেটসের ব্যাটাররা শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে সময় পার করেন। দলটির হয়ে মূলত একাই লড়াই করেন মার্কাস স্টইনিস। ৩৮ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৪ রান করেন তিনি।


অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সাকিব মাহমুদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন একদম একশ'তম বলে। আট উইকেটে ১৪২ রানে থামে ২৬ রানে হারা দলটি। মূলত সোউটারের দারুণ স্পেলেই ম্যাচ থেকে ছিটকে যায় রকেটস। এরপর স্টইনিসের দাপটেও ম্যাচে ফিরতে পারেনি দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball