কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব

ফ্র্যাঞ্চাইজি লিগ
কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব
কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কানাডায় শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি লিগ’। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। ছয় দলের এই প্রতিযোগিতায় খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অংশ নিচ্ছেন মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে।

কানাডা সুপার সিক্সটি লিগের অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, পিযুষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো আন্তর্জাতিক তারকারা।

এর আগে কানাডার আরেক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘গ্লোবাল টি-টোয়েন্টি’তেও মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। নতুন এই টুর্নামেন্টেও একই দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তার দলে রয়েছেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো পরিচিত মুখ।

বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে। এর আগে তিনি খেলেছেন পাকিস্তান সুপার লিগসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও খেলার কথা রয়েছে তার।

সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলে খেলছেন না। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি তিনি।

মন্ট্রিয়েল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।

আরো পড়ুন: সাকিব আল হাসান