ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

ফ্র্যাঞ্চাইজি লিগ
ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সৌরভ গাঙ্গুলি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এসএ টোয়েন্টির চতুর্থ আসরের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসে জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গাঙ্গুলি। সেই সূত্র ধরেই এবার প্রিটোরিয়ার দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রিটোরিয়া এখন পর্যন্ত এসএ টোয়েন্টিতে খুব একটা ধারাবাহিক হতে পারেনি। প্রথম মৌসুমে তারা গ্রুপ পর্বে শীর্ষে ছিল, তবে ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে যায়। এরপরের দুই মৌসুমে পঞ্চম স্থানে থেকে প্লে অফে খেলতে পারেনি।

এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আছে প্রিটোরিয়া। গাঙ্গুলি এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি দলের কোচের দায়িত্ব নিচ্ছেন। এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তিনি চার বছর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

২০১৯ মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন, তবে কিছুদিন পরই বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেন। তারপর থেকে গত বছর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান সাবেক এই ভারতীয় অধিনায়ক।

জেএসডব্লিউর মালিকানায় রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেও (জিএমআরের সঙ্গে যৌথভাবে)। উইমেন্স প্রিমিয়ার লিগেও তাদের দল রয়েছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির নিলাম। সেখান থেকেই প্রিটোরিয়ার দল গোছানো শুরু করবেন গাঙ্গুলি।

আরো পড়ুন: এসএ টোয়েন্টি