টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ২০৫ রান তোলে পার্থ। উড়ন্ত সূচনার পর তৃতীয় ওভারের মাঝেই ফিরে যান স্যাম ফানিং। হ্যানো জ্যাকবসের বলে ফেরার আগে ১০ বলে ১৯ রান করেন।
দলীয় ৪১ রানের মধ্যে ফিরে যান জোয়েল কার্টিস। পাঁচ বলে সাত করে জারসিস ওয়াদিয়ার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি। তারপর আর উইকেট হারায়নি দলটি।
তেগু উইলি এবং ব্যাক্সটার হল্টের ১৬৪ রানের নিরবিচ্ছিন্ন জুটিতে দুইশ পার করে দলটি। ৪৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন উইলি। হল্ট করেন ৬৩ বলে ১১৪ রান। ১২টি চার এবং চারটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানের মধ্যেই ওপেনার জেক উইন্টারের উইকেট হারায় অ্যাডিলেড। তারপর ৮২ রানের জুটি গড়েন ম্যাকেঞ্জি হার্ভে এবং হ্যারি মানেন্টি। ৩১ বলে ছয়টি চার এবং চারটি ছক্কায় ৬০ রান করে বিদায় নেন মানেন্টি।
তারপর ২৭ বলে ২৮ রান করে ফিরে যান হ্যারি নিয়েলসান। এরপর থেকে দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। ১৭৪ রানের মধ্যে ছয়টি উইকেট পড়ে যায় অ্যাডিলেডের। যদিও একপাশ আগলে রাখেন হার্ভে। ৫২ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।
হার্ভে, মানেন্টি এবং নিয়েলসান ছাড়া আর কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। ২০ ওভারে ছয় উইকেটে ১৯০ রান করে অ্যাডিলেড। পার্থের হয়ে দুটি করে উইকেট নেন কিটন ক্রিটসেল এবং ম্যাথু স্পুর্স।