সাকিবদের লিগে পারিশ্রমিক বিতর্কে তোলপাড়, ৫ ম্যাচ বাতিল

ছবি: ওপেন করতে নামছেন সাকিব আল হাসান, ফাইল ফটো

মঙ্গলবার আচমকাই টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ বাতিল করা হয়। অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটারের টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই চুক্তির টাকা পাওয়ার কথা। সেই টাকা না পেয়েই আসরে খেলা শুরু করে তারা। কিন্তু টুর্নামেন্ট শেষদিকে গড়ালেও এখনো সেই টাকা পাননি ক্রিকেটাররা।
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব
২২ জুলাই ২৫
যার ফলে মাঠে নামতে অস্বীকৃতি জানান তারা। মায়ামি ব্লেজ দলের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন টুর্নামেন্ট শুরুর সময়ের অন্যতম পারফর্মার। যদিও আসর যত সামনে যায় ব্যাট হাতে তত অফফর্মে যান তিনি।
৬ ম্যাচে ১৫৭ স্ট্রাইক রেটে ৫২ রান করেন সাকিব, সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩ রানের। অবশ্য বল হাতে ৮.৪৬ ইকোনমিতে পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে ব্যাটে-বলে অবদান রাখেন নিয়মিত।

পুরো ঘটনায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। তারা আয়োজকদের তীব্র সমালোচনা করে জানিয়েছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিগুলো যেন কাগজের টুকরার চেয়েও মূল্যহীন।’
দুর্দান্ত বোলিংয়ের পর সাকিবের ‘ডাক’, হারল মায়ামি
২১ জুলাই ২৫
পাশাপাশি তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অনুমোদিত টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার জোর দাবি জানিয়েছে তারা।
দুবাইভিত্তিক সংস্থা বিএমপি স্পোর্টস আয়োজন করেছিল এই লিগের। শুরুতে তারা ফাইনাল ম্যাচ ঘোষণা করেছিল ক্যারিবিয়ান টাইগার্স বনাম ভেগাস ভাইকিংসের মধ্যে। কিন্তু পরে সেই ঘোষণা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলে এবং হঠাৎ করেই ফিফ্থ-প্লেস পাওয়া গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে নিয়ে এক ‘রানার-আপ প্লে-অফ’ ম্যাচের কথা জানায়। এটি আরও বিভ্রান্তির জন্ম দেয়।
আয়োজক সংস্থা বিএমপি স্পোর্টস এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সাকিবসহ আন্তর্জাতিক তারকাদের নিয়ে শুরু হওয়া এই লিগ যে এক বিশৃঙ্খল পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে সেটি বলাই যায়।