অলরাউন্ড নৈপুণ্যেও মায়ামিকে জেতাতে পারলেন না সাকিব

ছবি: মায়ামি ব্লেজের জার্সিতে সাকিব

এবার গ্লোবাল সুপার লিগের মতো ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের শুরুতেই ব্যাট এবং বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বল হাতে ২ উইকেট নেয়ার পর এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সাকিব আউট হন মাত্র ১৩ রানে।
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব
১৭ জুলাই ২৫
মায়ামি ব্লেজকে ১০৮ রানের লক্ষ্য দেয় ফ্লোরিডা লায়ন্স। জবাব দিতে নেমে ৯৮ রানে অলআউট হয় মায়ামি। এতে ৯ রানে হারে সাকিবের দল। বল হাতে দারুণ দারুণ করেছেন সাকিব। ২ ওভার বোলিং করে ১৯ রানেই তুলে নেন ২ উইকেট। দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন তিনি।

জবাব দিতে নেমে ওপেনিংয়ে ১ ছক্কা ও ১ চারে ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। সাকিবের সঙ্গে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন অ্যাঞ্জেলো পেরেরা। তিনি আউট হয়েছেন মাত্র ২ রান করে।
মায়ামির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন শিহান জয়াসুরিয়া। এর বাইরে শ্রীভাতোস গোস্বামী করেন ২১ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি। ফ্লোরিডার হয়ে ৩টি উইকেট নেন ইমরান খান। দুটি করে উইকেট পান রাখিম কর্নওয়াল ও মেহরান খান। আর একটি করে উইকেট নেন জনসন, থিসারা পেরেরা ও লাহিরু গ্যামেজ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টিওন ওয়েবস্টারের ২০ বলে ২৯ ও ম্যাথু হ্যানরির ১২ বলে ২৭ রানের দারুণ ইনিংসে নির্ধারিত ১০ ওভারে ১০৭ রান তোলে ফ্লোরিডা। সাকিবের দুটি উইকেট বাদেও একটি করে উইকেট নেন জহোর খান, কেসরিক উইলিয়ামস ও অর্নভ আইয়ার।