দিল্লির সহ-অধিনায়কের দায়িত্বে ডু প্লেসি

ছবি: বেঙ্গালুরুর জার্সিতে ফাফ ডু প্লেসি

মেগা নিলামের আগেই ডু প্লেসিকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটিতে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। এর মধ্যে তিনটি আসরে বেঙ্গালুরুর নেতৃত্বও দিয়েছেন তিনি। গত বছর তার নেতৃত্বেই প্লে অফে খেলেছিল দলটি। তাই ডু প্লেসির মতো অভিজ্ঞ একজনের কাঁধেই সহ অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে দিল্লি।
ব্রুকের শাস্তি বাড়াবাড়ি নয়, ধারণা মঈন আলীর
২ ঘন্টা আগে
এবারের মেগা নিলাম থেকে মাত্র ২ কোটি রুপিতে ডু প্লেসিকে দলে নেয় দিল্লি। আইপিএলে নিয়মিত আক্রমণাত্মক ব্যাটিং করে আলোচনায় থাকেন ডু প্লেসি। এখনও পর্যন্ত ১৩৮ ইনিংসে ৪ হাজার ৫৭১ রান করেছেন। স্ট্রাইক রেটও ১৩৭-এর কাছাকাছি। এবার দিল্লিও চাইবে ডু প্লেসির রানের ধারা অব্যাহত থাকুক তাদের হয়ে।

এদিকে দিল্লির অধিনায়কের দায়িত্ব পাওয়া অক্ষর স্টেট দল গুজরাটের হয়ে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতেও দলটিকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এদিকে আইপিএলের গত আসরে একটি ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত।
আইপিএলের মেগা নিলামের আগে ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে রিটেইন করা অভিজ্ঞ অক্ষরের কাঁধেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়কত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছে। আইপিএলের গত আসরেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন অক্ষর। ১১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট করে প্রায় ৩০ গড়ে করেছিলেন ২৩৫ রান। এখন দেখার বিষয় অক্ষর-ডু প্লেসি জুটি কতদূর পর্যন্ত নিয়ে যায় দিল্লিকে।