রকিবুলের সেঞ্চুরির পরও ধুঁকছে সেন্ট্রাল জোন

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। নিজেদের দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান।
১৪ রান নিয়ে মোশাররফ হোসেন ও ৭ রান নিয়ে অপরাজিত আছেন মেহরাব হোসেন জুনিয়র। এদিকে, সেন্ট্রাল জোনের দেয়া ১৮৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৪৫৭ রান করে ইনিংস ঘোষণা করেছে নর্থ জোন।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও ফরহাদ রেজা আজ তাদের ইনিংস বেশি বড় করতে পারেননি।আগের দিন ১৫২ রানে অপরাজিত থাকা জহুরুল ইসলাম ১৫৮ রানে থেমেছেন। আর ফরহার রেজা আউট হয়েছেন ৩০ রানে।

শেষ পর্যন্ত কোনো রান না করেই অপরাজিত ছিলেন শফিউল ইসলাম। সেন্ট্রাল জোনের সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। এই পেস তারকা একাই ৪ উইকেট দখল করেছেন। ২ টি উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন। আর ৩ টি উইকেট পেয়েছেন শুভাগত হোম।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের ন্যয় আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেন্ট্রাল জোন। ওপেনার সাদমান ইসলাম দলীয় ২১ রানে ব্যক্তিগত ১৪ রান করে আউট হয়েছেন। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ১০ রান। তাছাড়া ২৪ রান করে আউট হয়েছেন ইরফান শুক্কুর।
মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন মার্শাল আইয়ুব। তবে, রকিবুল হাসান ও তানবীর হায়দারের ব্যাটে মাঝে কিছুটা সময় বিপর্যয় সামাল দেয় সেন্ট্রাল জোন। রকিবুল হাসান দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রানে থেমেছেন। তার এই অসাধারণ ইনিংসটি ১৭ টি চারে সাজানো ছিল।
তাছাড়া, সেন্ট্রাল জোনের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে অলরাউন্ডার তানবীর হায়দারের ব্যাট থেকে। এদিকে, মাঝে ১২ রান করে আউট হয়েছেন আরেক অলরাউন্ডার শুভাগত হোম।
নর্থ জোনের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন শুভাশিস রায়, আরিফুল হক ও সোহরাওয়ার্দি শুভ। ১ টি উইকেট দখল করেছেন ফরহাদ রেজা। শেষ দিনে হার এড়াতে মোশাররফ হোসেন ও মেহরাব হোসেন জুনিয়রের ব্যাটেই তাকিয়ে থাকবে সেন্ট্রাল জোন।