মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে বিসিএল

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা নিজেদের সামর্থ্য জানিয়ে রাখার সুযোগ পাচ্ছেন। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ ক্রিকেট লিগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রবিবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করা করেছে। মঙ্গলবার শুরু হচ্ছে চার দিন ব্যাপী প্রথম রাউন্ডের ম্যাচ। প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করছে চারটি দল।

অংশগ্রহনকারী দলগুলো হলো, বিসিবি (নর্থ জোন), ওয়ালটন (সেন্ট্রাল জোন), প্রাইম ব্যাংক (সাউথ জোন) ও ইসলামি ব্যাংক (ইস্ট জোন)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।
একই দিন বিকেএসপিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে নামবে ইসলামি ব্যাংক ইস্ট জোন। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে ম্যাচ দুটি। তারপর, দ্বিতীয় রাউন্ডে। ১৫ জানুয়ারি সিলেটে লড়বে বিসিবি নর্থ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন।
আর বিকেএসপিতে একই দিন হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। দুই দিনের বিরতি দিয়ে ২১ জানুয়ারি শুরু হবে বিসিএলের এবারের আসরের তৃতীয় রাউন্ড।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি নর্থ জোন খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে। একই দিন খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ইসলামি ব্যাংক ইস্ট জোনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ওয়ালটন সেন্ট্রাল জোন।