বিগ ব্যাশে আজ দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে পার্থ স্কোরচার্স ও সিডনি সিক্সার্স। প্রথমবারের দেখায় সিক্সার্সরা ৬ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্কোরচার্সের বিপক্ষে। মুখোমুখি লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে দুই দলই চাইবে জয় তুলে নিতে।
পার্থে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টা ২৫ মিনিটে। মুখোমুখি লড়াইয়ের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিডনির দলটি। মাত্র ৪ উইকেট হারিয়ে সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় পার্থের দলটি।
এমনকি বিগ ব্যাশের এবারের আসরে ভালো ছন্দেই আছে গত আসরের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে ৩ জয় তুলে নেয় দলটি। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে অ্যাডাম ভোজেসের দলটি।
বিপরীতে ৩ ম্যাচেই ৩ পরাজয়ে বিগ ব্যাশের এবারের আসরে এখনো পয়েন্টশূন্যই আছে সিডনির দলটি। এমনকি পয়েন্টহীন দলটি অবস্তান করছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।
সিডনি সিক্সার্সের সম্ভাব্য একাদশঃ
জেসন রায়, নিক ম্যাডিনসন, জর্ডান সিল্ক, স্যাম বিলিংস, পিটার নেভিল ), জোহান বোথা, শন অ্যাবট, স্টিভ ওকিফ, ড্যানিয়েল সামস, বেন দারশুইস, উইলিয়াম সোমবারিলে।
পার্থ স্কোরচার্স সম্ভাব্য একাদশঃ
মাইকেল ক্লিঙ্গার, ডেভিড উইলি, টিম ডেভিড, অ্যাডাম ভোগেস, হিলটন কার্টরাইট, অ্যাশটন টার্নার, জোশ ইঙ্গলিস ,জেহি রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, মিচেল জনসন, জেমস মুহারহেড।