পয়েন্ট শুন্য হারিকেন্সের মুখোমুখি থান্ডার

ঘরোয়া
পয়েন্ট শুন্য হারিকেন্সের মুখোমুখি থান্ডার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

বিগ ব্যাশে বছরের প্রথম ম্যাচেই আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স ও সিডনি থান্ডার। বিগ ব্যাশে শুরুর ম্যাচগুলোতে হারিকেন্স ও থান্ডার দল দুইটি নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারেনি। 

তবে মুখোমুখি লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিয়ে দুই দলই চাইবে টুর্নামেন্টে নিজেদের ভালোভাবে তুলে ধরতে। সিডনি শো-গ্রাউন্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১ টা ১০ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে। 

এর আগে ৩০ শে ডিসেম্বর বিগ ব্যাশে এবারের আসরে প্রথমবার একে-অপরের মুখোমুখি হয়। প্রথম দেখায় হারিকেন্সের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে থান্ডার। জস বাটলারের ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে শেন ওয়াটসনের থান্ডার। 

১৬৭ রানের জবাবে ২০ ওভার খেলতেই পারেনি জর্জ বেইলির হোবার্ট। ১৯ ওভার ৩ বল ব্যাট করে মাত্র ১০৯ রানেই অল-আউট হয়ে যায় অ্যালেক্স ডুলান, জর্জ বেইলি ও ম্যাথু ওয়েডদের নিয়ে সাজানো হারিকেন্সের ব্যাটিং অর্ডার। 

তবে টুর্নামেন্টের সপ্তম আসরে হোবার্টের দলটি এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি। তাছাড়া দুই ম্যাচেই ব্যাটে-বলে খুব বাজে পারফর্ম করেছে জর্জ বেইলি'র দল। এখন পর্যন্ত জয়হীন থাকায় কোন পয়েন্ট অর্জন করতে পারেনি দলটি। এমনকি দুই ম্যাচেই পয়েন্টে শূন্য থাকা হোবার্ট হ্যারিকেন্স অবস্থান করছে টেবিলের একদম তলানিতে। 

বিপরীতে, এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে শেন ওয়াটসনের থান্ডার। চার ম্যাচের দুই ম্যাচে জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে সিডনির দলটি। আর এই ৪ পয়েন্ট নিয়ে দলটি বর্তমানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। 

হোবার্ট হারিকেন্স সম্ভাব্য একাদশঃ জর্জ বেইলি (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, তাইমল মিলস, অ্যালেক্স ডুলান, ক্যামেরন বয়েস, ক্লাইভ রোজ, বেন ম্যাকডারমট, ডি'আরসি শর্ট, জোফরা আর্চার, টমাস রজার্স। 

সিডনি থান্ডার সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যালাম ফার্গুসন, বেন রোহরের, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল ম্যাকক্লেনাঘান, কুর্টিস প্যাটারসন, গুরুিন্দার সান্দু, ফাওয়াদ আহমেদ, ক্রিস গ্রিন, রায়ান গিবসন, অর্জুন নায়ার।

আরো পড়ুন: this topic