বিপিএলের পর পিএসএলে ইংলিশ অলরাউন্ডার

ছবি:

সামনের বছরের ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু হবে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। জাঁকজমক ঘরোয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নিলেও তৃতীয় আসরে নতুন দল হিসেবে থাকছে মুলতান সুলতান্স।
পিএসএলে নতুন আসা দলটি ইতিমধ্যেই নিলামের মাধ্যমে দলে ভিড়িয়েছে শোয়েব মালিক, সোহেল তানভির, জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফানের মত দেশী তারকাদের। এছাড়াও দলটিতে রয়েছে কাইরন পোলার্ড ও কুমার সাঙ্গাকারা মত বিদেশী তারকারা।
তবে গত মাসে পিএসএলের নিলাম শেষ হলেও এখনো দলে খেলোয়াড় ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজি গুলোর সামনে। এই সুযোগে টুর্নামেন্টের নতুন দল মুলতান সুলতান্স ইংলিশ অলরাউন্ডার রস হোয়াইটলিকে দলে ভিড়িয়েছে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন এই ইংলিশম্যান। বিপিএলের শেষদিকে ব্যাট করতে এসে বেশ কয়েকটি ক্যামিও ইনিংসের পাশাপাশি বল হাতেও দারুন কার্যকরী ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এছাড়া হোয়াইটলি কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের হয়েও খেলে থাকেন। তবে বিভিন্ন দেশের ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে ঘুরে হোয়াইটলি এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেই নিজেকে একজন সিদ্ধ টি-টুয়েন্টি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তবে এবারই প্রথমবারের মত ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান্সের পাশাপাশি রস হোয়াইটলিরও পিএসএলে অভিষেক হতে যাচ্ছে। আর নতুন এই দলটি কোচিংয়ের দায়িত্ব দিয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা কোচ টম মুডির কাঁধে।
২২ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল। সবমিলিয়ে, এবারের পিএসএলে ৩৪ টি ম্যাচ উপভোগ করতে পারবে ক্রিকেট ভক্তরা। ৩৪ ম্যাচে বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া কয়েকটি ম্যাচ পাকিস্তানেও হওয়ার কথা চলছে।