এরপরেও নির্বিকার 'বেপরোয়া' সাব্বির

ঘরোয়া
এরপরেও নির্বিকার 'বেপরোয়া' সাব্বির
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য সদস্যই বলা যায় সাব্বির রহমান রুম্মানকে। বিশেষ করে ব্যাট হাতে ঝড় তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার বলা যায়। তরুণ ভক্তদের কাছেও তিনি আইডল হিসেবেই বিবেচিত হন।

কিন্তু সাব্বির কি সেসব ভ্রূক্ষেপ করেন? আপাতদৃষ্টিতে তা অবশ্য মনে হচ্ছে না। কেননা সম্প্রতি জাতীয় ক্রিকেট লীগের আসরে দর্শক পিটিয়ে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। 

ইতিমধ্যে বিসিবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাব্বিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে। তবে যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা সেই সাব্বির কতটা অনুতপ্ত? এর উত্তর অবশ্য জানা গেছে বৃহস্পতিবারই।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে বের হয়ে আসার পর সাব্বিরের সাথে কথা বলেন কয়েকজন সংবাদকর্মী। সেসময় অনেকটাই ভাবলেশহীন দেখা গেছে জাতীয় দলের এই ব্যাটসম্যানকে। 

এনসিএলে দর্শক পেটানোর ঘটনা নিয়ে নাকি এখনও কিছুই জানেন না এমন ভান করে সাব্বির বলেছেন, 'আমি এখনো তেমন কিছুই জানি না। দেখি কথা হোক এ নিয়ে। এখনই কিছু বলতে পারবো না। কথা হলে জানাবো আপনাদের।'

এই কথা বলেই অবশ্য নিজের গাড়ির দিকে হাঁটা দেন সাব্বির। তবে তাঁর বক্তব্যে এতটুকু পরিষ্কার যে তিনি এই ঘটনা এড়িয়ে যেতে চাইছেন সযত্নে। এদিকে সাব্বির কথা বলতে না চাইলেও বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন ঘটনা প্রমাণিত হলে কঠিন শাস্তি হতে পারে সাব্বিরের। গত বৃহস্পতিবার সাব্বিরের এরূপ বেপরোয়া কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমে সুজন বলেছেন,  

'আপনি যদি মাঠে এমন কোনো ছেলের গায়ে হাত তোলেন এটি আসলেই অনেক বেশি অফেন্ডেড। এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো ব্যাপার নয় আসলে। যেটাই হয়েছে আমি মনে করি গায়ে হাত তোলা কোনোভাবেই এই লেভেলে এসে কাম্য নয়। বিশেষ করে একজন জাতীয় দলের ক্রিকেটারের কাছে। যাকে দেখে মানুষ অনেক বড় কিছু শিখবে,সাব্বির হতে চাইবে।'

উল্লেখ্য এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর হয়ে খেলার সময় মাঠ থেকে বেরিয়ে এক দর্শককে পিটিয়েছিলেন সাব্বির রহমান। এরপর মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারি তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। 

সুত্র- মানবজমিন

আরো পড়ুন: this topic