দর্শক পিটিয়েছেন সাব্বির!

ঘরোয়া
দর্শক পিটিয়েছেন সাব্বির!
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আবারো আলোচনায় বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রহমান। দর্শক পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যেকারণে বড় ধরণের শাস্তির মুখে পড়তে পারেন ডানহাতি এই হার্ড হিটিং ব্যাটসম্যান। 

জানা গিয়েছে, সম্প্রতি শেষ হওয়া জাতীয় ক্রিকেট লীগের শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের সময় এমন কাণ্ড ঘটান রাজশাহী বিভাগের এই ক্রিকেটার। এই কান্ডের জন্য ম্যাচ রেফারি তার রিপোর্টে এমন অভিযোগ এনেছেন।

তবে ভেতরের খবর বলছে সাব্বির শুধু দর্শকই পেটাননি! ম্যাচ শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেছেন তিনি। সেটিও ম্যাচ রেফারি তার রিপোর্টে উল্লেখ করেছেন।

ক্রিকফ্রেঞ্জিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সাব্বিরের উপর উঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি ম্যাচ রেফারির রিপোর্ট থেকে জেনেছি।

এ ধরনের আচরণ জাতীয় দলের কোনো ক্রিকেটারের কাছ থেকে কাম্য নয়। এমন ঘটনা বিসিবিকে বিব্রত করে। আমরা বিষয়টি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছি। খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নিবো আমরা।'

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন সময় রাজশাহীর হয়ে ব্যাট করতে নেমে ০ রানে সাজঘরে ফেরেন সাব্বির। তারপরই গ্যালারি থেকে একজন দর্শক তাকে অকথ্য ভাষায় গালি দিলে আম্পায়ারদের অনুমতি নিয়ে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান তিনি।

পরবর্তীতে জানা যায় গালি দেয়া সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পেছনে নিয়ে মারধর করেন জাতীয় দলের এই ক্রিকেটার। এ ঘটনার পরই ম্যাচ রেফারি মাঠের আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন।

আরো পড়ুন: this topic