এনসিএলের রোল অব অনার

ঘরোয়া
এনসিএলের রোল অব অনার
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, শেষ রাউন্ডের আগেই এটা অনুমান করা যাচ্ছিল। আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিল সবাই। বিকেএসপিতে দাপটের সাথেই জয় তুলে নিয়েছে বিজয়-সৌম্যদের খুলনা। 

ইনিংস ও ৪৯ রানে ঢাকা বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বারের মত আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন খুলনা বিভাগ। এই নিয়ে সর্বোচ্চ ছয়বারের মত শিরোপা জয় করলো খুলনা।

রাজশাহী বিভাগ টানা চারবার শিরোপা জয় করার রেকর্ড গড়েছিল। সবমিলিয়ে পাঁচবার এনসিএলের শিরোপার দেখা পেয়েছিল রাজশাহী। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা বিভাগও। এছাড়া চট্রগ্রাম, বিমান ও সম্প্রতি রংপুর একবার করে শিরোপা জয় করেছিল।

এনসিএলের রোল অব অনারঃ

মৌসুমচ্যাম্পিয়ন
১৯৯৯-০০চট্রগ্রাম

২০০০-২০০১বিমান

২০০১-২০০২ঢাকা বিভাগ

২০০২-২০০৩খুলনা
২০০৩-২০০৪ঢাকা বিভাগ

২০০৪-২০০৫ঢাকা বিভাগ

২০০৫-২০০৬রাজশাহী
২০০৬-২০০৭ঢাকা বিভাগ

২০০৭- ২০০৮খুলনা
২০০৮-২০০৯রাজশাহী
২০০৯-২০১০রাজশাহী

২০১০-২০১১রাজশাহী

২০১১-২০১২রাজশাহী

২০১২-২০১৩খুলনা
২০১৩-২০১৪ঢাকা বিভাগ
২০১৪-২০১৫রংপুর
২০১৫-২০১৬খুলনা
২০১৬-২০১৭খুলনা

২০১৭-২০১৮খুলনা

আরো পড়ুন: this topic