এনসিএলের রোল অব অনার

ছবি:

খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, শেষ রাউন্ডের আগেই এটা অনুমান করা যাচ্ছিল। আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিল সবাই। বিকেএসপিতে দাপটের সাথেই জয় তুলে নিয়েছে বিজয়-সৌম্যদের খুলনা।
ইনিংস ও ৪৯ রানে ঢাকা বিভাগকে হারিয়ে টানা তৃতীয়বারের মত আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন খুলনা বিভাগ। এই নিয়ে সর্বোচ্চ ছয়বারের মত শিরোপা জয় করলো খুলনা।

রাজশাহী বিভাগ টানা চারবার শিরোপা জয় করার রেকর্ড গড়েছিল। সবমিলিয়ে পাঁচবার এনসিএলের শিরোপার দেখা পেয়েছিল রাজশাহী। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা বিভাগও। এছাড়া চট্রগ্রাম, বিমান ও সম্প্রতি রংপুর একবার করে শিরোপা জয় করেছিল।
এনসিএলের রোল অব অনারঃ
মৌসুম | চ্যাম্পিয়ন | |
১৯৯৯-০০ | চট্রগ্রাম | |
২০০০-২০০১ | বিমান | |
২০০১-২০০২ | ঢাকা বিভাগ | |
২০০২-২০০৩ | খুলনা | |
২০০৩-২০০৪ | ঢাকা বিভাগ | |
২০০৪-২০০৫ | ঢাকা বিভাগ | |
২০০৫-২০০৬ | রাজশাহী | |
২০০৬-২০০৭ | ঢাকা বিভাগ | |
২০০৭- ২০০৮ | খুলনা | |
২০০৮-২০০৯ | রাজশাহী | |
২০০৯-২০১০ | রাজশাহী | |
২০১০-২০১১ | রাজশাহী | |
২০১১-২০১২ | রাজশাহী | |
২০১২-২০১৩ | খুলনা | |
২০১৩-২০১৪ | ঢাকা বিভাগ | |
২০১৪-২০১৫ | রংপুর | |
২০১৫-২০১৬ | খুলনা | |
২০১৬-২০১৭ | খুলনা | |
২০১৭-২০১৮ | খুলনা |