ড্র ম্যাচের নায়ক নাজমুল হোসেন

ছবি:

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ঢাকা মেট্রো বনাম রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। দু দলই ব্যাটে বলে দারুণ খেলেছে। ঢাকা মেট্রো আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রান সংগ্রহ করে অল আউট হয়।
জবাবে, রাজশাহী তাদের ওপেনার নাজমুল হোসেন শান্তর ১৯৪, আরেক ওপেনার মিজানুর রহমানের ১৭৫ ও ফরহাদ রেজার ১০৬ রানে ভর করে ৬৬৫ রানের এভারেস্টসম রান সংগ্রহ করে। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন নাহিদুজ্জামান।

ঢাকা মেট্রোর এই তারকা একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ১ টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, সৈকত আলী ও মেহরাব হোসেন জুনিয়র। রাজশাহীর প্রথম ইনিংস শেষেই বোঝা যাচ্ছিলো ম্যাচটি নিষ্প্রাণ ড্রো এর দিকে এগুচ্ছে।
ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করলে দু দলের অধিনায়কই ড্র মেনে নেন। মেট্রোর ওপেনার শামসুর রহমান কোনো রান না করেই শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।
১০ রান করা আরেক ওপেনার সাদমান ইসলাম শফিউলের দ্বিতীয় শিকার হয়েছেন। মেট্রো তারকা মোহাম্মদ আশরাফুল ব্যক্তিগত ৮ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সেই শফিউলের বলেই।
৩৬ রান করা মার্শাল আউয়ুব ও ৪ রান করা আসিফ আহমেদকে আউট করেছেন দিলোয়ার হোসেন। ২৯৬ বলে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর ওপেনার নাজমুল হোসেন শান্ত।