সিলেট ডিভিশনের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র। একবার দশ উইকেট সহ মোট ১৬ উইকেটে পেয়েছেন এবারের মৌসুমে। মৌসুমে একটি ম্যাচ অব দ্যা ম্যাচ ছাড়া আসর জুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন এনামুল।
তবে জাতীয় লীগের শেষ রাউন্ডে এসে চোখ কপালে তোলার মত কান্ড করে বসলেন বাংলাদেশের প্রথম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় সেরা উইকেট শিকার এনামুল। ঘরের মাঠে দুই ইনিংস বল করে ১৯টি নো বল করেছেন তিনি।
দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট পেলেও স্পিনার হিসেবে ১৯টি নো বল করায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ৩১ বছর বয়সী এনামুলকে। এনামুলদের কোচ মিজানুর রহমান বাবুল এনামুলের অ্যাকশনের সমস্যাকে নো বলের কারন বলছেন।
‘ওর (এনামুল) বোলিং অ্যাকশনে কিছুটা সমস্যা হচ্ছে। এবারের লিগের শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে ঠিক হয়েছিল। বিপিএলে পুরো সময়টা বসে ছিল। একটা লম্বা গ্যাপ পড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’ (রাইজিংবিডি)
তবে এনামুলের নো বল সমস্যা আসরের শুরু থেকেই দেখা যাচ্ছিলো। প্রায় প্রতি ইনিংসেই গড়ে ৭-৮টি নো বল করেছেন তিনি। তিন ম্যাচ খেলে মোট ৩৭ বার ফ্রন্ট ফুট নো বল করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল।
বিসিবির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কর্মকর্তা ফয়সালের কাছে অবশ্য এনামুলের নো বল কান্ড চোখে পড়লে 'ইচ্ছাকৃত' মনে হচ্ছে না। মূলত আনুষ্ঠানিকতার ম্যাচ হওয়ায় বিষয়টি আড়াল হয়ে গেছে বলে মনে করেন তিনি।
ছবিঃ রাইজিং বিডি