হ্যাট্রিক করেই ষষ্ঠ শিরোপা জিতলো খুলনা

ছবি:

বিকিএসপির-৩ নম্বর মাঠে শনিবার সকালে হ্যাট্রিক শিরোপা জিততেই ঢাকার বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা ডিভিশন। হ্যাট্রিক শিরোপা জয়ের পাশাপাশি এনসিএলে ষষ্ঠ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল এনামুল হক-মিরাজরা।
আর শনিবার প্রথম সেশনেই নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের পাশাপাশি এনসিএলের টানা তিন আসরে শিরোপা ঘরে তুললো দলটি। ২০০২-০৩ মৌসুমে সর্ব প্রথম শিরোপা জিতেছিল খুলনা।
এরপর ২০০৭-০৮, ২০১২-১৩ এবং ২০১৫ থেকে ২০১৭-১৮ এনসিএলের এই ছয় মৌসুমে শিরোপা জিতলো দলটি। ষষ্ট শিরোপা জয়ের পাশাপাশি আরও একটি রেকর্ড নিজেদের করে নিয়েছে তারা।
এর আগে ৫টি করে শিরোপা জিতে রাজশাহী এবং ঢাকার সঙ্গে টক্কর দিচ্ছিল খুলনা। কিন্তু এবারের আসরের শিরোপা ঘরে তুলে জাতীয় ক্রিকেট লিগে সবচেয়ে বেশী শিরোপা জয়ী দল এখন খুলনা।
ম্যাচের শেষ দিন খুলনার ষষ্ট শিরোপা ঘরে তুলতে প্রয়োজন ছিল মাত্র ৬ উইকেট। চতুর্থ দিন সকালে ৪ উইকেটে ১৬৯ রান নিয়ে খেলতে নেমে ঢাকা অল আউট হয়েছে ২৯৭ রানে।

ফলে ইনিংস এবং ৪৯ রানের জয় পায় খুলনা। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে তাইবুর রহমানের ব্যাট থেকে। এছাড়াও অধিনায়ক শরীফ করেন ৪৭ এবং নাদিফ চৌধুরীর ব্যাট থেকে আসে ৪৩ রান।
খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজ এবং রুবেল হোসেন নেন ৩টি করে উইকেট। আর দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন তরুণ মিরাজ। আব্দুর রাজ্জাক নেন ২টি উইকেট।
এছাড়াও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং স্পিনার মেহেদি হাসান নেন ১টি করে উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে অল আউট হয় ঢাকা। খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজ একাই নেন ৭টি উইকেট। এছাড়াও মুস্তাফিজ শিকার করেন ২টি।
ঢাকার ১১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৫৯ স্কোরবোর্ডে তুলে খুলনা। খুলনার পক্ষে এই মৌসুমে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পান উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়।
২০২ রান আসে তার ব্যাট থেকে। এছাড়াও তরুণ মেহেদি হাসানের ব্যাট থেকে আসে ১৭৭ রান। ঢাকার পক্ষে শরীফ এবং শুভাগত হোম নেন ৩টি করে উইকেট।