হ্যাট্রিকের দ্বারপ্রান্তে খুলনা

ছবি:

শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে খুলনা ডিভিশন। ঢাকা ডিভিশনের আর মাত্র দুই উইকেট তুলে নিলেই এবারের আসরের এনসিএল শিরোপা ঘরে তুলবে মিরাজ-বিজয়দের খুলনা।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ঢাকার সংগ্রহ ৮ উইকেটে ২৭৮ রান। খুলনার চেয়ে এখনও ৬৮ রানে পিছিয়ে আছে নাদিফ চৌধুরী-মোহাম্মদ শরীফদের ঢাকা। এর আগে চতুর্থ দিন সকালে ৪ উইকেটে ১৬৯ রান নিয়ে খেলতে নামে ঢাকা।

খুলনা তাদের প্রথম ইনিংসে আনানুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরিতে তুলেছিল ৮ উইকেটে ৪৫৯ রান। বিজয় করেন ২০২ এবং তরুণ মেহেদি হাসানের ব্যাট থেকে আসে ১৭৭ রান।
আর নিজেদের প্রথম ইনিংসে ঢাকা করেছিল মাত্র ১১৩ রান। খুলনার পক্ষে মেহেদি হাসান মিরাজ একাই নিয়েছিলেন ৭ উইকেট।