পারলেন না নাসির

ঘরোয়া
পারলেন না নাসির
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

মাত্র ৫ রানের জন্য ইতিহাসের দুয়ার থেকে ফিরে এলেন নাসির। গতকাল তিনি অপরাজিত ছিলেন ২৭০ রানে। আজ সকালে তিনি তরতর করে পৌছে যান ২৯৫ রানে।

অপেক্ষা ছিলো আর মাত্র ৫টি রানের। কিন্তু এখান থেকেই ফিরে আসতে হয় নাসিরকে। ব্যক্তিগত ২৯৫ রানের সময় লিংকন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন নাসির।

নাসির বিদায় নেয়ার খানিক পরই ইনিংস ঘোষণা করে রংপুর। ৭ উইকেটে ৬১৪ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দলটি। বরিশালের বিপক্ষে ২৭৯ রানে লিড পেয়েছে নাসিরের রংপুর। 

আরো পড়ুন: this topic