অল্পের জন্য শান্তর ডাবল সেঞ্চুরি হাতছাড়া

ছবি:

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বোলারদের উপর দাপট দেখাচ্ছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ওপেনার মিজানুর রহমানের ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্তও।
ফরহাদ রেজার সাথে জুটি গড়ে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি। ফিফটি করে ফরহাদ রেজা বিদায় নিলেও ছন্দ হারান তরুন শান্ত। ডাবল সেঞ্চুরির খুব কাছে থেকে আবু হায়দারের শিকারে পরিনত হন তিনি।

২৯৬ বলে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন শান্ত, যা প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার তার সর্বোচ্চ। ইনিংসটি ২১টি বাউন্ডারিতে সাজিয়েছেন এই তরুন বাঁহাতি ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিভাগ চার উইকেটে ৪৫২ রান তুলেছে।
এর আগে ঢাকার দেয়া ৩২৮ রানের জবাবে ৯৫ রান সংগ্রহ তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল রাজশাহী বিভাগ। প্রথমে ব্যাট করা ঢাকা মেট্রো ওপেনার সাদমান ও অধিনায়ক মার্শাল আইয়ুবের জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে লড়াই করার মত পুঁজি পেয়েছিল। রাজশাহীর হয়ে তাইজুল ইসলাম পাঁচ উইকেট শিকার করেছিলেন।