অবিস্মরণীয় রেকর্ডের হাতছানি বিজয়-মেহেদীর সামনে

ছবি:

বিকেএসপিতে দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছে খুলনার ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও মেহেদী হাসানের সামনে। জাতীয় লীগের সবচেয়ে বেশি রানের জুটিটি ভাঙার পথেই আছেন তারা।
তবে লীগের ইতিহাসের সর্বোচ্চ জুটির রেকর্ড ভাঙতে আরও বেশ দূর এগোতে হবে বিজয় আর মেহেদীকে। এরই মধ্যে অবশ্য মাত্র ৫০ ওভারেই তারা করে ফেলেছেন ২৮১ রান।

সেক্ষেত্রে জাতীয় লিগে দ্রুততম ৩০০ রানের জুটিটিও ভাঙতে পারেন তারা। উল্লেখ্য, ২০১৪-১৫ মৌসুমে আল আমিন ও মোসাদ্দেক হোসেনের করা ৪২৩ রানের জুটিই এখন পর্যন্ত ইতিহাস সেরা।
তবে দুজন যেভাবে খেলছেন তাতে নিরাপদ মনে হচ্ছেনা সেই রেকর্ডকেও! উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল দিন শেষে ১৬৭* (২০৬ বলে) রানে ও মেহেদী হাসান ১৬৮* রানে অপরাজিত আছেন।
ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করেছেন এনামুল। অপরদিকে মাত্র ১৫১ বল খেলে ১৬৮ রান করেছেন মেহেদী! যার মধ্যে আছে ২০টি চার ও দুইটি ছয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি।