দ্বিতীয় দিন ভাগাভাগি করে নিলো চট্টগ্রাম-সিলেট

ঘরোয়া
 দ্বিতীয় দিন ভাগাভাগি করে নিলো চট্টগ্রাম-সিলেট
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

জাতীয় লীগের দ্বিতীয় দিনের খেলায় খুব বেশি আগাতে পারেনি সিলেট বিভাগ। আগের দিন ৫৪ রানে তিন উইকেট রেখে দিন শেষ করলেও দ্বিতীয় দিনে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আবুল হাসান। এছাড়া উল্লেখ করার মতো রান করেননি কেউই। চট্টগ্রাম বিভাগের বোলারদের মধ্যে ইফতেখার সাজ্জাদ রনি পাঁচটি উইকেট নিয়েছেন।

তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা। এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই চট্টগ্রাম বিভাগ। দিনশেষে ১৮৯ রান করে মাঠ ছেড়েছে তারা।

হাতে আছে মাত্র পাঁচটি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার জসিম। আরেক ওপেনার সাদিকুর রহমান করেন ৫৪ রান। এছাড়া মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে আসা যাওয়া করেছে। 

সিলেটের বোলারদের মধ্যে এবাদত হোসেন নিয়েছেন দুইটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ, এনামুল হক জুনিয়র এবং শাহানুর রহমান। 

আরো পড়ুন: this topic