ব্যর্থ সৌম্য, বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরি

ছবি:

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। তবে ফর্ম ধরে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন আনামুল হক বিজয়। ঢাকা ডিভিশনের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন বিজয় ও মেহেদি।
বিজয় আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। ফিফটির দেখা পেয়েছেন মেহেদিও। এখন পর্যন্ত এই দুই ব্যাটসম্যানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেটে ২৩২ রান তুলেছে খুলনা বিভাগ।
আনামুল হক বিজয় ১১৩ ও মেহেদি হাসান ৮৪ রানে খেলছেন।

এর আগে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগকে মাত্র ১১৩ রানে অল আউট করেছেন খুলনা। ক্যারিয়ার সেরা ২৪ রানে সাত উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ।
উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। একটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ আব্দুর রাজ্জাক।