ম্যাককালাম তান্ডবে পরাভূত হেস্টিংসের স্টার্স

ছবি:

বুধবার (২০ই ডিসেম্বর) ব্রিসবেনের গ্যাবায় বিগ ব্যাশ লীগে দিনের একমাত্র খেলায় মেলবোর্ন স্টার্সকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টের সপ্তম আসরে উড়ন্ত সূচনা করেছে ব্রিসবেন হিট। এদিন শুরুতেই টসে জিতে ব্রিসবেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মেলবোর্ন।
অধিনায়ক জন হেস্টিংসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানের মাথায় স্পিনার মাইকেল বিয়ারের বলে ওপেনার জিমি পিরসনের উইকেট হারায় ব্রিসবেন। তবে এরপর ব্রিসবেনকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
ম্যাককালাম তান্ডবে ৬ ওভারেই ৫৭ রান করে ফেলে দলটি। কিন্তু এরপর মাত্র ৪ রানে আরো ২ উইকেট হারিয়ে বসে ব্রিসবেন। ৬১ রানে ৩ উইকেট হারানোর পর জো বার্নস ও অ্যালেক্স রোজের ফিফটিতে বড় সংগ্রহের দিকে ছুটে চলে দলটি।

শেষদিকে বেন কাটিংয়ের ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ পায় ব্রিসবেন হিট। মেলবোর্নের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেন মার্কাস স্টয়নিস।
২০৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে মেলবোর্ন স্টার্স। গ্লেন ম্যাক্সওয়েল, কেভিন পিটারসেন ও লুক রাইটদের হারিয়ে যখন হারের প্রহর গুনছে মেলবোর্ন ঠিক তখনই জ্বলে ওঠেন দুই অলরাউন্ডার জেমস ফকনার ও মার্কাস স্টয়নিস।
৫৩ রান থেকে ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য ২৪ রানের দরকার হলে আর পেরে ওঠেনি দলটি। শেষ পর্যন্ত ১৫ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মেলবোর্ন স্টার্সকে।
দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসটি খেলেন স্টয়নিস। ৬ চার ও সমান ছয়ে ৫১ বলে এই রান করেন স্টয়নিস। আর ব্রিসবেনের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন পাকিস্তানের শাদাব খান।