এখনও ত্রুটিপূর্ণ আল-আমিনের অ্যাকশন

ছবি:

গত ২৮শে নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে বোলিং করতে গিয়ে আম্পায়ারদের সন্দেহের মুখে পড়েন জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন। তবে সন্দেহযুক্ত বোলিং অ্যাকশন ধরা পড়ার পরেও খেলা চালিয়ে গিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার।
বিপিএল শেষ হওয়ার পর আল-আমিনের অ্যাকশন নিয়ে আরো পর্যালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু।
তবে আল-আমিনের বোলিং অ্যাকশন এখনও ত্রুটিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন নাসু। মঙ্গলবার জাতীয় দলের এই পেসারের বোলিং প্রসঙ্গে নাসু সংবাদ মাধ্যমকে বলেন,
'বিপিএলে তার (আল আমিন) কয়েকটি ডেলিভারি ভিডিও অ্যানালাইসেস করে দেখা হয়েছে। যেখানে তার অ্যাকশন ত্রুটিপূর্ণ। আগামী কয়েকদিন সে রিহ্যাবে থাকবে। পরে নিজেকে আত্মবিশ্বাসী মনে হলে পরীক্ষা দেবে।'

অবশ্য আল-আমিন এই প্রথমবারই যে ত্রুটিপূর্ণ বোলিংয়ের কারণে অভিযুক্ত হলেন এমনটি নয়। এর আগে ২০১৪ সালের নভেম্বরে আরও একবার তাঁর অ্যাকশনে সমস্যা ধরা পড়েছিলো। তবে সেবার অ্যাকশন শুধরে ফিরতে সক্ষম হয়েছিলেন তিনি।
নাসু আরো বলেন,, 'আল-আমিনের অনেকগুলো ম্যাচ ভিডিও আছে আমাদের কাছে। ভালো অ্যাঙ্গেল থেকেই আছে। মোটামুটি ভালো একটা প্রমাণ আছে, ওর বোলিংয়ে একটু সমস্যা আছে! তাই ওকে রিহ্যাব করতে বলা হয়েছে। পুনর্বাসন করে একটা জায়গায় আসলেই আমরা ওর পরীক্ষা নিবো।'
তবে আল-আমিনের সমস্যা খুব একটা বড় করে দেখছেন না নাসু। তাঁর বিশ্বাস দ্রুতই বোলিং শুধরে ফিরতে পারবেন জাতীয় দলের এই পেস তারকা। তাঁর ভাষ্যমতে।
'আমাদের যে অ্যাঙ্গেল থেকে ফুটেজ নেয়া দরকার, সেই অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিচ্ছি। আমরা এগুলো বিশ্লেষণ করবো। ওযে বিপিএলে খেলেছে, ঐ ফুটেজগুলোও আছে। ওগুলোর সাথে মিলিয়ে দেখবো আসলে ওর কি অবস্থা।'