একই ইনিংসে ভারতের ২ বোলারের হ্যাটট্রিক

ঘরোয়া
একই ইনিংসে ভারতের ২ বোলারের হ্যাটট্রিক
মোহিত জাঙ্গরা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতে রঞ্জি ট্রফির চলতি আসরে এক বিরল ঘটনার সাক্ষী হলো সার্ভিসেস ও আসামের ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুই বোলার হ্যাটট্রিক করেছেন, যার নজির এবারই প্রথম। শনিবার আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ঘটেছে এই ঘটনা।

সার্ভিসেসের দুই বোলার অর্জুন শার্মা ও মোহিত জাঙ্গরা একই ইনিংসে হ্যাটট্রিকের বিরল কীর্তি গড়েন। ম্যাচের প্রথম দিনেই এই সাফল্য আসে, যা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যোগ করেছে নতুন অধ্যায়। বাঁহাতি স্পিনার অর্জুন শার্মা ইনিংসের দ্বাদশ ওভারে টানা তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে দেন।

এরপর হ্যাটট্রিকের আনন্দে শামিল হন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা। তিনি দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন। পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেয়ার পর সপ্তদশ ওভারের প্রথম দুই বলে ফেরান আরও দুই ব্যাটারকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুটি হ্যাটট্রিকের ঘটনা এর আগে ঘটেছে মাত্র দুইবার। ১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের অ্যালবার্ট ট্রট এবং ১৯৬২ সালে রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের জোগিন্দার সিং রাও এই বিরল কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া একই ইনিংসে দুই ভিন্ন বোলারের হ্যাটট্রিক এর আগে দেখা গিয়েছিল মাত্র একবার, সেটিও ছিল ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে সাউথ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রুর প্রচেষ্টায়। তবে তখন দুই বোলারের হ্যাটট্রিক দুই ইনিংসে ভাগ হয়ে গিয়েছিল।

তিনসুকিয়ার এই ম্যাচে ব্যাটারদের দুরবস্থা ছিল স্পষ্ট। প্রথম ইনিংসে আসাম গুটিয়ে যায় ১০৩ রানে। জবাবে সার্ভিসেস অলআউট ১০৮ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৫৬ রান তুলে লড়াইয়ে ফিরতে চেষ্টা করছে আসাম।

আরো পড়ুন: অর্জুন শার্মা