অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

ঘরোয়া
অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
৩৬ রান আসে ইয়াসির আলীর ব্যাটে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়া সফরটা হতাশায় শেষ হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও পারফরম্যান্সে তার ছাপ ছিল না। সফরের একমাত্র চার দিনের ম্যাচে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

ডারউইনে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনেই পরাজয় নিশ্চিত হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস গুটিয়ে যায় ২৫৪ রানে। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানেই অল আউট হয় তারা।

দ্বিতীয় ইনিংসে একমাত্র আলো ছড়িয়েছিলেন শাহাদাত হোসেন। আগের দিন ৪২ রানে অপরাজিত থাকা এই ব্যাটার নতুন দিনে আর ৭ রান যোগ করে ফেরেন। তার সঙ্গী ইয়াসির আলীও (৩৬) বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনই অভিজ্ঞ হলেও ইনিংস টেনে নেয়ার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি।

এরপর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ও স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসান কিছুটা চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন দুজনেই। নাঈম আউট হন ২৫ রানে, অঙ্কন করেন ৩২।

নিচের সারিতে অবদান রাখতে পারেননি রিপন মন্ডল ও এনামুল হকরা। দুজনেই রানের খাতা না খুলেই ফিরে যান। শেষদিকে লড়াই করেন হাসান মুরাদ। শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন এই বাঁহাতি স্পিনার। ইনিংস হার এড়ানোর সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ৪২ রানে মুরাদের বিদায়ে থামে সব আশা।

চার দিনের ম্যাচে এমন হতাশাজনক পারফরম্যান্সের আগে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা খেলোয়াড় নিয়েও সেখানে ১১ দলের মধ্যে নবম হয়েছিল তারা।

আরো পড়ুন: বাংলাদেশ 'এ' দল