promotional_ad

পারটেক্সকে বিদায় করে প্রিমিয়ার লিগেই থাকল ব্রাদার্স

রিমার্ক হারল্যান স্পোর্টস
হারলেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে নেমে যেতে হতো প্রথম বিভাগে। ব্রাদার্স ইউনিয়নের মতো পারটেক্স স্পোর্টিং ক্লাবের জন্যও সমীকরণটা ছিল একই। এমন ম্যাচে দুই রানের আক্ষেপে পুড়লেন মাহফিজুল ইসলাম রবিন। তরুণ ওপেনারের ৯৮ রানের ইনিংসের দিনে ব্রাদার্সকে তিনশ কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা করলেন অধিনায়ক মাইশুকুর রহমান, আইচ মোল্লা ও অভিজ্ঞ মিজানুর রহমান।

promotional_ad

তাদের ব্যাটেই পারটেক্সের বিপক্ষে ২৯৪ রান তোলে ব্রাদার্স। ডিপিএলে টিকে থাকতে হলে তিনশর কাছাকাছি রান তাড়া করতে হতো পারটেক্সকে। ওপেনার আদিল একপ্রান্ত আগলে রেখে ৮৫ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষের দিকে আহরার আমিন পিয়ানের ৩৩ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ব্রাদার্সের ১১৩ রানের জয়ের দিনে তিনটি করে উইকেট নিয়েছেন রাকিবুল আতিক ও অলক কাপালি। এমন জয়ে ডিপিএলের আগামী মৌসুমের জন্য টিকে গেছে ব্রাদার্স।


আরো পড়ুন

জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি

১৩ এপ্রিল ২৫
জাহিদুজ্জামান খান (বামে) এবং ওয়াসি সিদ্দিকী (ডানে), ক্রিকফ্রেঞ্জি

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জয়ের জন্য ২৯৪ রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই জয়রাজ শেখের উইকেট হারায় পারটেক্স। তিনে নেমে রুবেল মিয়া ৬ বলে ৬ রানের বেশি করতে পারেনি। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন আদিল ও মোহাম্মদ রাকিব। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৬৫ রান। রাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান।


promotional_ad



আরো পড়ুন

রুবেলের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল পারটেক্সের স্বপ্ন

১৮ এপ্রিল ২৫
পারটেক্স ক্রিকেট ক্লাব

পারটেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাব্বির রহমান। ১৭ বলে ৬ রান করে আউট হয়েছেন রাকিবুলের বলে। একটু পর আউট হয়েছেন একপ্রান্ত আগলে রাখা আদিলও। ৪৪ বলে হাফ সেঞ্চুরি করা পারটেক্স ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন অলক। তিনি আউট হয়েছেন ৯ চার ও ২ ছক্কায় ৭৪ বরে ৮৫ রান করে। শেষে দিকে আহরার আমিন ৩৩ রান করলে পারটেক্স অল আউট হয় ১৮১ রানে। ব্রাদার্সের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও অলক।


এর আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ও মাইশুকুর। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১২০ রান। হাফ সেঞ্চুরিয়ান মাইশুকুর৫০ রানে ফিরলে ভাঙে তাদের জুটি। দারুণ ব্যাটিং করলেও ৯৮ রানে আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে মাহফিজুলকে। পরবর্তীতে মিজানুর ৪২ ও আইচ ৪৮ রানের ইনিংস খেললে ২৯৪ রানের পুঁজি পায় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball