promotional_ad

গাজী ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ হৃদয়

ক্রিকফ্রেঞ্জি
আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য ৮০ হাজার টাকা জরিমানার সঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। যদিও এক ম্যাচ পরই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ডিপিএল খেলেছেন ডানহাতি ব্যাটার। নিয়মবহির্ভূত প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কমানোয় টানা দুটি ম্যাচ খেলেছেন তিনি। প্রক্রিয়ায় গলদ থাকায় শাস্তি মওকুফ করা হচ্ছে না মোহামেডান অধিনায়কের। ফলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না হৃদয়।

promotional_ad

১২ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ মিঠুনের বিপক্ষে আউটের আবেদন করেছিলেন মোহামেডানের ফিল্ডাররা। তবে দুই অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ। এমন অবস্থায় তাদের দুজনের সঙ্গেই তর্কে জড়ান এবং অসদাচারণ করেন। সেই অভিযোগের ভিত্তিতে হৃদয়ের নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়।


আরো পড়ুন

সিসিডিএমে যোগ দিচ্ছেন ফাহিম

২৩ এপ্রিল ২৫
নাজমুল আবেদীন ফাহিম, ইবনে শহীদ সৈকত, বিসিবি

ফলে এক নিষেধাজ্ঞার পাশাপাশি হৃদয়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শাস্তি পাওয়ার পর ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’ এমন মন্তব্য করায় শাস্তি দ্বিগুণ করা হয় মোহামেডান অধিনায়কের। নিয়ম অনুযায়ী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ মিস করার কথা ছিল তাঁর। প্রথম ম্যাচে হারলেও রূপগঞ্জের বিপক্ষে খেলেননি ডানহাতি এই ব্যাটার।


বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে নিষিদ্ধ থাকার কথা থাকলেও সেই ম্যাচে খেলেছেন হৃদয়। পরে খোঁজ নিয়ে জানা যায় মোহামেডানের আবেদন প্রেক্ষিতে শাস্তি মওকুফ করে বিসিবির আম্পায়ার্স বিভাগ। যদিও এমন কিছুর এখতিয়ার কেবল সিসিডিএম ও টেকনিক্যাল কমিটি। কিন্তু তাদের দুই পক্ষের কেউই এ বিষয়ে অবগত ছিল না। নিয়মবহির্ভূত প্রক্রিয়ার মাধ্যমে হৃদয়কে খেলার সুযোগ করে দেয়া তোলপাড় শুরু হয়।


promotional_ad



আরো পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে হার ফাহিমের কাছে ‘পেইনফুল—বিব্রতকর’

২ ঘন্টা আগে
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

পরবর্তীতে পুরনো বাইলজে ফিরে হৃদয়ের শাস্তি বহাল রেখেছে সিসিডিএম। যার ফলে মোহামেডানের পরের ম্যাচে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে পারবেন না হৃদয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম'র টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীনভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম-কানুন ছিলো সেটা অনুসরণ করতে হবে।’


‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের নিষিদ্ধ করা হয়েছিলো, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রনী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’


আবাহনী লিমিটেডের সমান ১৮ পয়েন্ট নিয়ে ডিপিএলের সুপার লিগে খেলতে নামে মোহামেডান। এখন পর্যন্ত তিন রাউন্ডের একটিতে হেরেছে তারা। ফলে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে মোহামেডান। পরের দুই রাউন্ডে তাদের প্রতিপক্ষ গাজী ক্রিকেটার্স ও আবাহনী। ২৪ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে থাকলেও শিরোপা জয়ের যথেষ্ট সুযোগ আছে মোহামেডানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball