রুবেলের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল পারটেক্সের স্বপ্ন

ছবি: পারটেক্স ক্রিকেট ক্লাব

এই ম্যাচে পারটেক্সের জয়ে সবচেয়ে বড় অবদান রুবেল মিয়ার। তিন নম্বরে নেমে ১২০ বলে ১০০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই ব্যাটার। যা তার স্বীকৃত ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তৃতীয় উইকেটে মোহাম্মদ রাকিবের (৪৭) সঙ্গে ১২২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন রুবেল।
ম্যাচ পাতানোর আলামত পেলে কড়া শাস্তি দেবে বিসিবি
৩ ঘন্টা আগে
এরপর আহরার আমিন (৩৭) ও সাব্বির রহমান (১৫ বলে ২৭) দ্রুত রান যোগ করে পারটেক্সকে ২৬৪ রানে পৌঁছে দেন। শাইনপুকুরের হয়ে শাহিন আলম একাই নেন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন রহিম আহমেদ ও শরিফুল ইসলাম।

ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার
১৩ এপ্রিল ২৫
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শাইনপুকুরের ওপেনার মইনুল ইসলাম ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলটিকে ঝড়ো সূচনা এনে দেন। কিন্তু চতুর্থ উইকেটে রায়ান রাফসান (৫৯) ও শাহরিয়ার সাকিবের (৪৯) ৭৭ রানের জুটির পর ইনিংসে ধস নামে শাইনপুকুরের। তারা শেষ ৭ উইকেট মাত্র ৪৪ রান যোগ করতে পারে। আর তাতেই হার নিশ্চিত হয়ে যায় দলটির।
এই জয়ের ফলে পারটেক্স ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে গেছে। শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এক পয়েন্ট পেলেই তারা ডিপিএলের আগামী আসরেও খেলা নিশ্চিত করবে। অন্যদিকে, টানা ১১তম হার দিয়ে শাইনপুকুরের অবনমন আগেই নিশ্চিত হয়ে গেছে।