promotional_ad

রুবেলের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল পারটেক্সের স্বপ্ন

পারটেক্স ক্রিকেট ক্লাব
একদিকে সুপার লিগে চলছে শিরোপার লড়াই। অন্যদিকে নিচের দিকে থাকা দলগুলো অবনমন ঠেকাতে লড়ছে রেলিগেশন লিগে। সেখানেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৯ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে পারটেক্স ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্যে খেলতে নেমে ৭ বল বাকি থাকতে ২৪৫ রানে অল আউট হয় শাইনপুকুর।

promotional_ad

এই ম্যাচে পারটেক্সের জয়ে সবচেয়ে বড় অবদান রুবেল মিয়ার। তিন নম্বরে নেমে ১২০ বলে ১০০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই ব্যাটার। যা তার স্বীকৃত ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তৃতীয় উইকেটে মোহাম্মদ রাকিবের (৪৭) সঙ্গে ১২২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন রুবেল।


আরো পড়ুন

ম্যাচ পাতানোর আলামত পেলে কড়া শাস্তি দেবে বিসিবি

৩ ঘন্টা আগে
ফিক্সারদের শাস্তি দিতে বদ্ধ পরিকর ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

এরপর আহরার আমিন (৩৭) ও সাব্বির রহমান (১৫ বলে ২৭) দ্রুত রান যোগ করে পারটেক্সকে ২৬৪ রানে পৌঁছে দেন। শাইনপুকুরের হয়ে শাহিন আলম একাই নেন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন রহিম আহমেদ ও শরিফুল ইসলাম।


promotional_ad



আরো পড়ুন

ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার

১৩ এপ্রিল ২৫
বিসিবির জার্সিতে আহরার আমিন

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শাইনপুকুরের ওপেনার মইনুল ইসলাম ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলটিকে ঝড়ো সূচনা এনে দেন। কিন্তু চতুর্থ উইকেটে রায়ান রাফসান (৫৯) ও শাহরিয়ার সাকিবের (৪৯) ৭৭ রানের জুটির পর ইনিংসে ধস নামে শাইনপুকুরের। তারা শেষ ৭ উইকেট মাত্র ৪৪ রান যোগ করতে পারে। আর তাতেই হার নিশ্চিত হয়ে যায় দলটির।


এই জয়ের ফলে পারটেক্স ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে গেছে। শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এক পয়েন্ট পেলেই তারা ডিপিএলের আগামী আসরেও খেলা নিশ্চিত করবে। অন্যদিকে, টানা ১১তম হার দিয়ে শাইনপুকুরের অবনমন আগেই নিশ্চিত হয়ে গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball