promotional_ad

জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি

জাহিদুজ্জামান খান (বামে) এবং ওয়াসি সিদ্দিকী (ডানে), ক্রিকফ্রেঞ্জি
ওয়াসি সিদ্দিকীর অফ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় আবু হাশিমকে ক্যাচ দিয়ে ফিরলেন হাফ সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন। পরের বলে আইচ মোল্লা বোল্ড হয়েছেন ডানহাতি লেগ স্পিনারের গুগলিতে পরাস্ত হয়ে। মাহফিজুল ও আইচকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটা হতে দেননি মাইশুকুর রহমান। হ্যাটট্রিক আটকাতে ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করেছিলেন তিনি।

promotional_ad

বল প্যাডে লাগতেই জোরালো আবেদন করেছিলেন ওয়াসিসহ গাজী গ্রুপ ক্রিকেটার্সের ফিল্ডাররা। তবে সেই আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। হ্যাটট্রিক না হলেও এক ওভারে দুই উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরান ওয়াসি। পরবর্তীতে ডানহাতি লেগ স্পিনার নিয়েছেন আরও চার উইকেট। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১০ ওভারে ৫২ রান দিয়ে ওয়াসির শিকার ৬ উইকেট। এমন বোলিংয়ে জাহিদুজ্জামান খানের ১২২ রানের ইনিংসকে ম্লান করে গাজী ক্রিকেটার্সকে ৫১ রানের জয় এনে দিয়েছেন ওয়াসি।


আরো পড়ুন

নাসিরের প্রত্যাবর্তনের দিনে গাজী ক্রিকেটার্সকে হারাল রূপগঞ্জ

৭ এপ্রিল ২৫
দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন, ক্রিকফ্রেঞ্জি

বিকেএসপির ৪ নম্বর মাঠে জয়ের জন্য ৩০১ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ব্রাদার্স ইউনিয়নের। হাশিমের বলে মোহাম্মদ সালমানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তৃতীয় ওভারে উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মাহফিজুল ও জাহিদুজ্জামান। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে হাফ সেঞ্চুরি করেছেন মাহফিজুল। আরেক ব্যাটার জাহিদুজ্জামান আক্রমণাত্বক ব্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন ৩৯ বলে।


promotional_ad

তাদের দুজনের সাবলীল ব্যাটিংয়ে মাত্র ৭৬ বলে জুটির সেঞ্চুরি হয়। মাহফিজুল ও জাহিদুজ্জামানের জমে ওঠা জুটি ভাঙেন ওয়াসি। ডানহাতি লেগ স্পিনারকে মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টায় মাহফিজুল আউট হয়েছেন ৫৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে। পরের বলে আউট হয়েছেন আইচ। অধিনায়ক মাইশুকুরও বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াসির বলেই হাশিমের হাতে ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারা মাইশুকুর।


আরো পড়ুন

অগ্রণীর বিপক্ষে হেরেও সুপার লিগে রূপগঞ্জ

১৩ এপ্রিল ২৫
অগ্রণীর বিপক্ষে হেরেও সুপার লিগে রূপগঞ্জ

অলক কাপালি-সোহাগ গাজীরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এক প্রান্তে দাঁড়িয়ে অবশ্য ব্রাদার্স ইউনিয়নকে টানার চেষ্টা করেন জাহিদুজ্জামান। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা এই ব্যাটার ৭৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াসির বলে আউট হয়েছেন সালমানের হাতে ক্যাচ দিয়ে। জাহিদুজ্জামানের ব্যাট থেকে এসেছে ১২২ রান। তার এমন ব্যাটিংয়ের পরও ২৫০ রানে অল আউট হয়েছে ব্রাদার্স।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৩০১ রানে অল আউট হয় গাজী ক্রিকেটার্স। দারুণ ছন্দে থাকা অধিনায়ক এনামুল হক বিজয় আউট হয়েছেন ৩৭ রানে। তবে দলের রান বাড়িয়েছেন বাকিরা। গাজী ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন শামসুর রহমান শুভ। এ ছাড়া সালমান ৫১ এবং শামীম ৪২ রান করেছেন। ব্রাদার্স ইউনিয়নের হয়ে সুমন খান একাই ৪ উইকেট নিয়েছেন। ইয়াসিন আরাফাত মিশুর শিকার ২ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball