ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার

ছবি: বিসিবির জার্সিতে আহরার আমিন

এই ম্যাচে পারটেক্সের জয়ের নায়ক আহরার আমিন। বাঁহাতি এই ব্যাটার ১২৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন। এর আগে বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। পারটেক্সের হয়ে ৪৭ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। শেষদিকে এসে মুক্তার আলী ৩১ বলে ৩০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে পারটেক্সকে জিতিয়েছেন।
নাসিরের ফিফটির ম্যাচে হারল রূপগঞ্জ, সোহানের ৩ রানের আক্ষেপ
১০ এপ্রিল ২৫
ধানমন্ডির বোলারদের মধ্যে দারুণ বোলিং করেছেন সানজামুল ইসলাম। তিনি ৩২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মঈন খান, হাসান মুরাদ ও ফজলে মাহমুদ।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ধানমন্ডি। দলটির ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে।
‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’
৯ এপ্রিল ২৫
এরপর ১৩৯ রানের জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি ও মঈন খান। এর মধ্যে ইয়াসির খেলেন ১০৬ বলে ৯০ রানের ইনিংস। আর মঈনের ব্যাট থেকে আসে ১০১ বলে ৮০ রানের ইনিংস।
আর তাতে ভর করেই লড়াইয়ের পুঁজি পায় ধানমন্ডি। দলটির ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধস নামিয়েছেন পেসার শহিদুল ইসলাম। তিনি ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। তিনটি উইকেট নিয়েছেন আহরার। আর একটি করে উইকেট গেছে নাইম ইসলাম জুনিয়র ও মেহেদী হাসানের ঝুলিতে।