৩ বলে আউট ৪ জন, শাকিল ‘টাইমড আউট’

ছবি: অনুশীলনে সাউদ শাকিল, ফাইল ফটো

এদিন শাকিল টাইমড আউট হওয়ার আগে পরে ৩ বলে সাজঘরে ফিরেছেন চারজন ব্যাটার! বুধবার পরপর উমার আমিন ও ফাওয়াদ আলমের উইকেটের পতনের পর প্রস্তুত হয়ে নামতে দেরি করেন শাকিল। তিন মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে গার্ড নিতে পারেননি তিনি।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
২ ঘন্টা আগে
ফলে প্রতিপক্ষ পিটিভির অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার শাকিল। পেসার মোহাম্মাদ শাহজাদের হ্যাটট্রিক বলটি মোকাবেলা করার কথা ছিল শাকিলের।

কিন্তু বল খেলার আগেই তিনি ফিরে যান। তারপর ব্যাটিংয়ে নামেন ইরফান খান। তিনি বোল্ড হলে হ্যাটট্রিকের উল্লাসে ভাসেন শাহজাদ। তিন বলের মধ্যে এক উইকেট ১২৮ থেকে স্টেট ব্যাংকের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৮। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে যায় দলটি।
শাকিলের আগে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এর আগে সবশেষ এভাবে আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ওই অভিজ্ঞতা হয়েছিল লঙ্কান এই অলরাউন্ডারের।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ম্যাথিউসকে টাউমড আউটের আবেদন করে সফল হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্তর পরামর্শে ম্যাচটিতে এমন আবেদন করেছিলেন সাকিব।