মোহামেডান দলটাও ফরচুন বরিশালের মতো করা হয়েছে: ইবাদত

ছবি: গণমাধ্যমে কথা বলছেন ইবাদত হোসেন, ক্রিকফ্রেঞ্জি

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শেষ দুই আসরে খেলেছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, ইবাদত, ইকবাল হোসেন ইমনের মতো ক্রিকেটাররা। এবার তাদের নিয়ে দল গড়েছে মোহামেডান।
মিরপুরের উইকেটে পেসারদের ছক্কা মারা কঠিন: ইবাদত
৪ জানুয়ারি ২৫
তামিম-মাহমুদউল্লাহদের হাত ধরে বিপিএলে শেষ দুই আসরে শিরোপা জিতে বরিশাল। কাগজে-কলমে সেরা দল হওয়ার পাশাপাশি মাঠেও নিজেদের প্রমাণ করে দলটি। এবার মোহামেডানও সেরকম কিছু করবে বলে বিশ্বাস ইবাদতের।

তিনি বলেন, 'অবশ্যই কাগজে-কলমে তো খুব ভালো দল মোহামেডান। যেরকম ফরচুন বরিশালও ছিল কাগজে-কলমে এবং আলহামদুলিল্লাহ আমরা মাঠে ভালো খেলে চ্যাম্পিয়নও হয়েছি। সে হিসেবে মোহামেডান দলটাও ওভাবে করা হয়েছে যেখানে তামিম ভাই আছে, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আছে, মুশফিক ভাই আছে, তাইজুল ভাই আছে, আমি আছি। ধরতে গেলে আমাদের ফরচুন বরিশালের বেশীরভাগ প্লেয়ারই ওখানে আছি। কাগজে-কলমে খুব ভালো টিম। এখন আমরা যদি মাঠে ভালো খেলতে পারি তাহলে ইনশাআল্লাহ।'
সেঞ্চুরির পর বল হাতে ইফতির চমক, মোহামেডানকে হারাল গুলশান
৩ মার্চ ২৫
ডিপিএলে শেষবারের মৌসুমে রানারআপ হয় মোহামেডান। এবারের আসর শুরুর আগে ইবাদতের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন দলটির কর্মকর্তা সাজ্জাদুল হক শিপনও। সেই লক্ষ্যেই দল গড়েছেন বলে জানিয়েছেন তিনি।
শিপন বলেন, 'গত বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু রানারআপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। গত বছর আমাদের পরিকল্পনা ছিল, এই বছর আমরা আরও শক্ত দল বানিয়েছি। আমার মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হবো।'