অবসরের ঘোষণা দিলেন পিটারসেন

ছবি:

হঠাৎ করেই সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। চলতি বছরের শেষদিকেই নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারসের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন পিটারসেন। কিন্তু শনিবারের ম্যাচে ডার্বিতে মেলবোর্ন রেনেগেডসের কাছে মেলবোর্ন স্টারস হেরে যাওয়ার পরেই এমন ঘোষণা দিয়েছেন পিটারসেন।
তার ভাষায়, "আমি মনে করি আমার বিদায় জানানো উচিত। তবে আগামী দশমাস আমি অবশ্যই খেলবো, আর সামনের ডিসেম্বরে আমি আমাকে ক্রিকেটে দেখতে চাইনা।"

জানিয়ে রাখা ভালো, ২০১৩-১৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বাজে পারফরম্যান্স করায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপরে আর দলে ফেরা হয়নি তার।
শেষমেশ গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পিটারসেন। ইংল্যান্ডের সাদা পোশাকের জার্সিতে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেন কে পি। ইংল্যান্ডের হয়ে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি।
বর্ণীল টেস্ট ক্যারিয়ারে চারবার অ্যাশেজ জয়ে করেছেন তিনি। ইংল্যান্ডকে বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট দলে পরিনত করার পেছনে পিটারসেনের অবদান বেশ মোটা দাগে উল্লেখ করার মত।
এছাড়া রঙিন পোশাকে ১৩৬ ম্যাচে ৪০.৭৩ গড়ে ৪,৪৪০ রান করেন তিনি, যেখানে ৯টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২৫টি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ১৩০। আর টি-টুয়েন্টিতে ৩৭ ম্যাচে ৩৭.৯৩ গড়ে ১,১৭৬ রান করেন। করেছেন ৭টি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ৭৯। ইংল্যান্ডকে ২০১০ সালে বিশ্বকাপ জিতিয়েছেন আধুনিক ক্রিকেটের এই লিজেন্ড।