‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

ছবি: পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি

পাকিস্তানের এমন ভরাডুবির পর কড়া সমালোচনার মুখে পড়েছেন রিজওয়ান। এবার সাবেক সতীর্থ মোহাম্মদ আমিরের রোষানলে পড়েছেন পাকিস্তানের সীমিত ওভারের এই অধিনায়ক। রিজওয়ানের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা আছে আমিরের। আগে রিজওয়ানের অধিনায়কত্ব এমন ছিল না বলে দাবি আমিরের।
কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
৮ মার্চ ২৫
সম্প্রতি আমির বলেছেন, 'রিজওয়ান... (হাসি) তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো! এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে।'

আমির আরও যোগ করেন, 'কিন্তু হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে, তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে।'
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
পাকিস্তানের অধিনায়ক হিসেবেও রিজওয়ানের শুরুটা ছিল দুর্দান্ত। তার হাতে অনেক ক্ষমতা থাকলেও রিজওয়ান সেগুলো কাজে লাগাননি বলে দাবি আমিরের। এর পেছনে কোনো কারণও খুঁজে পাচ্ছেন না সাবেক এই পাকিস্তানি পেসার।
রিজওয়ানের অধিনায়কত্বের সমালোচনা করে তিনি বলেন, 'যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না, তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে, সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।'