হারিসকে নিয়ে সুখবর দিলেন রিজওয়ান

ছবি: সংবাদ সম্মেলনে রিজওয়ান, পিসিবি

যদিও সব জল্পনা কল্পনা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই মাঠে নামছে হারিস। কিউইদের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে নিয়েই একাদশ সাজাতে চলেছে স্বাগতিকরা। অনুশীলনেও পুরোদমে বোলিং শুরু করেছেন এই পেসার। এমনকি জিম করার সময়ও কোনো সমস্যা বোধ করেননি হারিস।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ‘হারিস দু’দিন আগেও ৬-৮ ওভার বল করেছে এবং গতকালও বল করেছে কোনো সমস্যা ছাড়াই। আজও তাকে পুরো ছন্দে দেখা গেছে। জিমেও কাজ করার সময় কোনো ব্যথা কিংবা সমস্যার কথা জানায়নি। তাই আমরা মনে করছি সে সম্পূর্ণ ফিট।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে খেলা হচ্ছে না ওপেনার সাইম আইয়ুবের। এদিকে হারিস ছিটকে গেলে আরও বড় ধাক্কা খেত পাকিস্তান। তবে সেটা হচ্ছে না। পাকিস্তান অধিনায়ক এসব চিন্তা ঝেড়ে ফেলে নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে চান তিনি। ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। তাই সেটাকে স্মরণীয় করে রাখার লক্ষ্য পাকিস্তান দলের।
পাকিস্তানের ওয়ানডে দলে ফিরছেন হারিস রউফ
২৬ মার্চ ২৫
রিজওয়ান বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উপভোগ করতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানে বহু বছর পরে এ রকম একটা ইভেন্ট হতে চলেছে। প্রায় ১০ বছর ধরে আমরা ঘরের মাঠের সুবিধা পাইনি। বাইরে গিয়ে আমাদের হোম ম্যাচ খেলতে হয়েছে।’
আরেকটি প্রশ্নের উত্তরে রিজওয়ান বলেন, ‘আমরা কেমন পারফর্ম করব সেটা বলা কঠিন। নির্দিষ্ট দিনে কেমন খেলব, তা কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে পাকিস্তান।’ রিজওয়ান আরেকটি প্রশ্নের উত্তরে বলেছেন, ‘চাপের সামনে আমরা ভেঙে পড়ি। ফলে বেশ কয়েকটা ম্যাচ আমাদের হারতে হয়েছে।’