লড়াইয়ের মধ্যে অন্যরকম লড়াই

বাংলাদেশ
লড়াইয়ের মধ্যে অন্যরকম লড়াই
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশের বিপক্ষে মোট পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৩৮.৮০ গড়ে এবং ১৩৫.৬৬ স্ট্রাইক রেটে দুইটি ফিফটি সহ রান করেছেন ১৯৪।

অপরদিকে ভারতের বিপক্ষে মাত্র দুটি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। উল্লেখ করার মতো সাফল্যও নেই তাতে। কিন্তু তাতে কি হয়েছে! 

রোহিতের বিপরীতে মুস্তাফিজই হবে এবারের নিদাহাস ট্রফির অন্যতম আকর্ষণ। দুইজনের লড়াইটা অনেকটা অন্যরকম। এখন পর্যন্ত মোট ছয়বার দেখা হয়েছে মুস্তাফিজ এবং রোহিতের।

আর ওয়ানডে, টি-টুয়েন্টি মিলিয়ে ছয়বারের দেখায় পাঁচবারই রোহিত শর্মার উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর। এবারের নিদাহাস ট্রফিতেও গ্রুপ পর্বের দুইটি ম্যাচে নিশ্চিতভাবেই মুখোমুখি হবেন তারা।

আর তাই কলম্বোতে পা রেখে যদি এবারের নিদাহাস ট্রফিতে ভারতের নেতা রোহিত শর্মা কাটার মাস্টার মুস্তাফিজকে খুঁজে বেড়ান, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না!


আরো পড়ুন: this topic